জাককানইবি প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সহকারী রেজিস্ট্রার এহসান হাবিব টানা ৮ বছর পর স্বপদে পুনর্বহাল হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে বরখাস্ত হয়েছিলেন তিনি।
রোববার (১৮ মে) বেলা ২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন হাইকোর্টের রায় বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে বরখাস্ত হওয়া ওই কর্মকর্তাকে স্বপদে (সহকারী রেজিস্ট্রার) যোগদানের আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে তৎকালীন প্রশাসন এহসান হাবিবকে প্রথমে সাময়িক এবং পরে স্থায়ী বরখাস্ত করে। এ ঘটনায় ভুক্তভোগী স্বপদে পুনর্বহাল চেয়ে ২০১৮ সালে উচ্চ আদালতের দ্বারস্থ হন। এরপর দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর সংশ্লিষ্ট বিচারক এই মামলার রায় দেন। রায়ে বিজ্ঞ আদালত এহসান হাবিবের বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করে ৬০ কার্যদিবসের মধ্যে বকেয়া বেতন-ভাতা ও পদোন্নতি দেওয়ার আদেশ দেন।
আর এ ঘটনার টানা ৮ মাস পর হাইকোর্টের রায়ের কপি হাতে পেয়ে চলতি বছরের ১৩ মে হাইকোর্টের রায় বাস্তবায়ন চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে লিখিত আবেদন করেন এহসান হাবিব। এই আবেদন বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর বহিষ্কারাদেশ বাতিল করে স্বপদে যোগদানের আদেশ দেয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে এহসান হাবিবের বরখাস্তের আদেশ বাতিল করে স্বপদে যোগদানের আদেশ দিয়েছে।
স্বপদে ফিরে এহসান হাবিব বলেন, ‘জুলুমের অবসান হওয়ায় আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। এ ছাড়া আদালতের রায় দ্রুত সময়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সহকারী রেজিস্ট্রার এহসান হাবিব টানা ৮ বছর পর স্বপদে পুনর্বহাল হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে বরখাস্ত হয়েছিলেন তিনি।
রোববার (১৮ মে) বেলা ২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন হাইকোর্টের রায় বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে বরখাস্ত হওয়া ওই কর্মকর্তাকে স্বপদে (সহকারী রেজিস্ট্রার) যোগদানের আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে তৎকালীন প্রশাসন এহসান হাবিবকে প্রথমে সাময়িক এবং পরে স্থায়ী বরখাস্ত করে। এ ঘটনায় ভুক্তভোগী স্বপদে পুনর্বহাল চেয়ে ২০১৮ সালে উচ্চ আদালতের দ্বারস্থ হন। এরপর দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর সংশ্লিষ্ট বিচারক এই মামলার রায় দেন। রায়ে বিজ্ঞ আদালত এহসান হাবিবের বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করে ৬০ কার্যদিবসের মধ্যে বকেয়া বেতন-ভাতা ও পদোন্নতি দেওয়ার আদেশ দেন।
আর এ ঘটনার টানা ৮ মাস পর হাইকোর্টের রায়ের কপি হাতে পেয়ে চলতি বছরের ১৩ মে হাইকোর্টের রায় বাস্তবায়ন চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে লিখিত আবেদন করেন এহসান হাবিব। এই আবেদন বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর বহিষ্কারাদেশ বাতিল করে স্বপদে যোগদানের আদেশ দেয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে এহসান হাবিবের বরখাস্তের আদেশ বাতিল করে স্বপদে যোগদানের আদেশ দিয়েছে।
স্বপদে ফিরে এহসান হাবিব বলেন, ‘জুলুমের অবসান হওয়ায় আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। এ ছাড়া আদালতের রায় দ্রুত সময়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
১ ঘণ্টা আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
১ ঘণ্টা আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
২ ঘণ্টা আগে