Ajker Patrika

নান্দাইলে বালুবোঝাই ট্রাক্টর উল্টে ২ জনের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে বালুবোঝাই ট্রাক্টর উল্টে ২ জনের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বালুবোঝাই ট্রাক্টর উল্টে ২ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-আতকাপাড়া গ্রামের তাহের উদ্দিনের ছেলে মোস্তফা (৩২) এবং আব্দুস ছাত্তারের ছেলে রাফাত (২২)।

পরিবার ও স্থানীয়রা জানান, ট্রাক্টরে বালুবোঝাই করে আতকাপাড়া নেওয়ার পথে ফরিদ মিয়ার ফিসারীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে পানিতে পড়ে যায়। এতে বালুবোঝাই করা ট্রাক্টরের নিচে পানিতে ডুবে যায় মোস্তফা ও রাফাত। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় মো. আরজু মিয়া আজকের পত্রিকাকে জানান, চামটা থেকে আতকাপাড়া গ্রামে যাওয়ার রাস্তাটি কাচা হওয়াতে অনেক গর্ত হয়ে আছে। রাতের বেলায় বালুবোঝাই করে নেওয়ার সময় উল্টে দুজন মারা গেছে। তাঁরা দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই। 

নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মালেক বলেন, ‘ঘটনার পর পরই খবর পেয়ে পানির নিচ থেকে দুজনকে উদ্ধার করি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।’ 

নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান নিহতর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত