Ajker Patrika

ধর্ষকদের ফাঁসির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ হয়েছে।

আজ রোববার ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সকালে শহরের মোক্তারপাড়া এলাকায় পুরোনো কালেক্টরেট মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এটি প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, নারী নেত্রী কোহিনুর বেগম, নারী প্রগতির মৃণাল চক্রবর্তী, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) নেত্রকোনা আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমানসহ অন্যরা।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাগুরায় ধর্ষকের হাত থেকে একটি শিশু রক্ষা পায়নি। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। নারী, শিশুরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে। এভাবে চলতে পারে না। অবিলম্বে ধর্ষণ বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়াসহ ধর্ষকদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

কর্মসূচিতে নানা সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত