Ajker Patrika

বকশীগঞ্জে স্বামীর কবর দেখে ফেরার পথে স্ত্রীর মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বকশীগঞ্জে স্বামীর কবর দেখে ফেরার পথে স্ত্রীর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে স্বামীর কবর দেখে ফেরার পথে এক নারীর (৬৫) মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে বাট্টাজোড় ইউনিয়নের মধ্য পলাশতলা গ্রামে একটি সেচপাম্পের সঙ্গে ওই নারীর কাপড় জড়িয়ে যায়। এ সময় পা পিছলে পড়ে মাথায় আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়।

নিহত মনোয়ারা বেগম ওই এলাকার মৃত শাহজাহান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, আজ সোমবার সকাল ৮টার দিকে মনোয়ারা বেগম তাঁর স্বামীর কবর দেখে বাড়ি ফিরছিলেন। পথে পলাশতলা গ্রামে একটি ডিজেলচালিত সেচপাম্পের সঙ্গে তাঁর পরনের কাপড় জড়িয়ে যায়। এতে পা পিছলে সেচ পাম্পের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান মনোয়ারা। সেখান থেকে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত