নেত্রকোনা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) পদ পাওয়া নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন তাঁকে শোকজ করেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাঁকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
এনসিপির পদ পাওয়া আব্দুল হান্নান আকন্দ উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশি আহম্মেদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১২ জুলাই জেলার মোহনগঞ্জ উপজেলা এনসিপির ৩১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ওই কমিটিতে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দ যুগ্ম সমন্বয়করী পদে রয়েছেন।
সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম কমিটিতে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় লোকজন বিরূপ মন্তব্য করেছেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে শিক্ষা কর্মকর্তার। পরে আজ সকালে ওই শিক্ষককে শোকজ করা হয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দ বলেন, ‘শোকজের চিঠি হাতে পেয়েছি। যথাসময়ে এর জবাব দেওয়া হবে।’
মোহনগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, সরকারি চাকরিজীবী হয়ে কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার সুযোগ নেই। এটি সরকারি চাকরিবিধির পরিপন্থী। এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সদোত্তর দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) পদ পাওয়া নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন তাঁকে শোকজ করেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাঁকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
এনসিপির পদ পাওয়া আব্দুল হান্নান আকন্দ উপজেলার সুয়াইর ইউনিয়নের ছয়াশি আহম্মেদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১২ জুলাই জেলার মোহনগঞ্জ উপজেলা এনসিপির ৩১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ওই কমিটিতে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দ যুগ্ম সমন্বয়করী পদে রয়েছেন।
সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম কমিটিতে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় লোকজন বিরূপ মন্তব্য করেছেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে শিক্ষা কর্মকর্তার। পরে আজ সকালে ওই শিক্ষককে শোকজ করা হয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল হান্নান আকন্দ বলেন, ‘শোকজের চিঠি হাতে পেয়েছি। যথাসময়ে এর জবাব দেওয়া হবে।’
মোহনগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, সরকারি চাকরিজীবী হয়ে কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার সুযোগ নেই। এটি সরকারি চাকরিবিধির পরিপন্থী। এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সদোত্তর দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
২৫ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগেসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল তেকানীতে সাড়ে তিন কিলোমিটার মাটির বাঁধ নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের মার্চে। স্থানীয়দের দাবির পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের মৌখিক নির্দেশে এ কাজ শুরু হয়।
৭ ঘণ্টা আগে