নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদের তিনটি মিটারে দেড় লাখের বেশি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায়, সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। গত সোমবার বিকেলে সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকে তিন দিন যাবৎ ভোগান্তিতে ইউনিয়ন পরিষদ ভবনসহ বাজার ও সড়ক।
বিদ্যুৎ বিভাগ, নন্নী ইউনিয়ন পরিষদ ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদ ভবন, নন্নী বাজার ও বাজার সংলগ্ন সড়কের দুপাশে থাকা প্রায় ৩০টি এলইডি সড়ক বাতির তিনটি মিটারে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। পরে গত তিন মাসে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে বকেয়া বিল পরিশোধের জন্য ইউনিয়ন পরিষদে একাধিকবার নোটিশ পাঠানো হয়। নোটিশেও কোনো কাজ না হওয়ায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হয় বিদ্যুৎ বিভাগ।
পরে গত সোমবার বিকেলে নন্নী ইউনিয়ন পরিষদের তিনটি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘২০২১ সালে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাবেক চেয়ারম্যান রিটন সাহেবের মেয়াদে বকেয়া থাকা তিন লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করেছি। এখন প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা বিদ্যুৎ বিল হঠাৎ করে পরিশোধ করা সম্ভব নয়। এ ছাড়াও আগের চেয়ারম্যানের নির্মাণ করা এলইডির সড়ক বাতি বাড়তি বিদ্যুৎ বিলের অন্যতম কারণ।’
তিনি আরও বলেন, ‘বাজার থেকে কর আদায় করে এক সপ্তাহের মধ্যে শুধু পরিষদের ভবনের মিটারের বকেয়া বিল পরিশোধ করে দেবো। ইউএনওর সঙ্গেও কথা বলেছি, যেন সড়ক বাতিগুলো সোলার সিস্টেম করা যায়।’
এ বিষয়ে নন্নী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান রিটন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়াদে আমি কোনো বিদ্যুৎ বিল বকেয়া রেখে আসিনি। শুধুমাত্র মেয়াদের শেষ মাসের বিদ্যুৎ বিল আমি পরিশোধ করে আসতে পারিনি।’
পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘নন্নী ইউনিয়ন পরিষদের বকেয়া বিল পরিশোধে গত তিন মাসে একাধিকবার নোটিশ পাঠিয়েছি ও যোগাযোগ করেছি। নিরুপায় হয়ে গত সোমবার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনটি মিটারের বকেয়া বিল পরিশোধের পরই আবার সংযোগ দেওয়া হবে।’
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদের তিনটি মিটারে দেড় লাখের বেশি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায়, সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। গত সোমবার বিকেলে সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকে তিন দিন যাবৎ ভোগান্তিতে ইউনিয়ন পরিষদ ভবনসহ বাজার ও সড়ক।
বিদ্যুৎ বিভাগ, নন্নী ইউনিয়ন পরিষদ ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদ ভবন, নন্নী বাজার ও বাজার সংলগ্ন সড়কের দুপাশে থাকা প্রায় ৩০টি এলইডি সড়ক বাতির তিনটি মিটারে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। পরে গত তিন মাসে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে বকেয়া বিল পরিশোধের জন্য ইউনিয়ন পরিষদে একাধিকবার নোটিশ পাঠানো হয়। নোটিশেও কোনো কাজ না হওয়ায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হয় বিদ্যুৎ বিভাগ।
পরে গত সোমবার বিকেলে নন্নী ইউনিয়ন পরিষদের তিনটি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘২০২১ সালে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাবেক চেয়ারম্যান রিটন সাহেবের মেয়াদে বকেয়া থাকা তিন লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করেছি। এখন প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা বিদ্যুৎ বিল হঠাৎ করে পরিশোধ করা সম্ভব নয়। এ ছাড়াও আগের চেয়ারম্যানের নির্মাণ করা এলইডির সড়ক বাতি বাড়তি বিদ্যুৎ বিলের অন্যতম কারণ।’
তিনি আরও বলেন, ‘বাজার থেকে কর আদায় করে এক সপ্তাহের মধ্যে শুধু পরিষদের ভবনের মিটারের বকেয়া বিল পরিশোধ করে দেবো। ইউএনওর সঙ্গেও কথা বলেছি, যেন সড়ক বাতিগুলো সোলার সিস্টেম করা যায়।’
এ বিষয়ে নন্নী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান রিটন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়াদে আমি কোনো বিদ্যুৎ বিল বকেয়া রেখে আসিনি। শুধুমাত্র মেয়াদের শেষ মাসের বিদ্যুৎ বিল আমি পরিশোধ করে আসতে পারিনি।’
পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘নন্নী ইউনিয়ন পরিষদের বকেয়া বিল পরিশোধে গত তিন মাসে একাধিকবার নোটিশ পাঠিয়েছি ও যোগাযোগ করেছি। নিরুপায় হয়ে গত সোমবার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনটি মিটারের বকেয়া বিল পরিশোধের পরই আবার সংযোগ দেওয়া হবে।’
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২০ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে