Ajker Patrika

জামালপুরে নৌকাবাইচের সময় দুপক্ষের সংঘর্ষ, ফাইনাল স্থগিত

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০: ৪১
জামালপুরে নৌকাবাইচের সময় দুপক্ষের সংঘর্ষ, ফাইনাল স্থগিত

জামালপুরের মেলান্দহে নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনালের সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ওই প্রতিযোগিতা স্থগিত করা হয়। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের আমড়ীতলা ঘাট এলাকায় এ সংঘর্ষ ঘটে। 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, নৌকাবাইচের সময় নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর থেকে শ্যামপুরে আমড়ীতলা ঘাটে নৌকাবাইচ শুরু হয়। গতকাল শুক্রবার প্রতিযোগিতার ফাইনাল ছিল। এতে ইসলামপুর উপজেলার তুফান ও মেলান্দহের ঝাউগড়া ইউনিয়নের সোনারতরী নৌকার মধ্যে প্রতিযোগিতা হয়। দুই নৌকা খুব কাছাকাছি দিয়েই এগিয়ে চলছিল। এ সময় ইসলামপুরের তুফান নৌকা এগিয়ে গেলে পেছন থেকে ঝাউগড়ার সোনার তরী নৌকার মাঝিরা তুফান নৌকাকে টেনে ধরেন। এর পরেই দুই পক্ষের মাঝিমাল্লাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

নৌকবাইচ প্রতিযোগিতা চলাকালীন দুই পক্ষকে সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা যায়নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মির্জা আজম, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান ও দিদার পাশা, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা প্রমুখ। 

নৌকাবাইচ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান খলিল বলেন, ‘ঝাউগড়ার নৌকার সঙ্গে ইসলামপুরের নৌকার জোর প্রতিযোগিতা চলছিল। দুই নৌকা খুব কাছাকাছি দিয়ে যাচ্ছিল, এ সময় এক নৌকার সঙ্গে অন্য নৌকার ঘষা লাগে। এটা নিয়েই গণ্ডগোল হয়েছে। এ ঘটনায় খেলা স্থগিত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত