নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে ধোঁয়ার আগুন থেকে তিনটি গোয়ালঘরে আগুন লাগলে দুটি গরু পুড়ে মারা গেছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার দক্ষিণপাড়া গ্রামের নাজিম উদ্দীন ও সাদিরের গোয়ালঘরে রাত ১১টার দিকে ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয়। গোয়ালঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশী আব্দুল হান্নান চিৎকার দেন। এতে আশপাশের লোকজন দৌড়ে গিয়ে আগুন নেভাতে সহযোগিতা করে। পরে খবর দেওয়া হলে নান্দাইল ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান বলেন, ‘বাড়ির বাইরে বের হয়ে দেখি গোয়ালঘরে আগুন জ্বলছে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে সহায়তা করে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে গেছে।’
আগুনে নাজিম উদ্দীনের দুটি গরু পুড়ে মারা যায়। তিনি বলেন, ‘গোয়ালঘরে ধোঁয়া থেকে কেমনে জানি আগুন লেগে যায়। আমরা তো ঘুমিয়ে ছিলাম। পরে পাশের বাড়ির লোকজনের চিৎকারে উঠে দেখি আমার গোয়ালঘর পুড়ে গেছে। আমার শেষ সম্বল দুটি গরু পুড়ে মারা গেছে।’
নান্দাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। আগুনে প্রায় ২ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’
ময়মনসিংহের নান্দাইলে ধোঁয়ার আগুন থেকে তিনটি গোয়ালঘরে আগুন লাগলে দুটি গরু পুড়ে মারা গেছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার দক্ষিণপাড়া গ্রামের নাজিম উদ্দীন ও সাদিরের গোয়ালঘরে রাত ১১টার দিকে ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয়। গোয়ালঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশী আব্দুল হান্নান চিৎকার দেন। এতে আশপাশের লোকজন দৌড়ে গিয়ে আগুন নেভাতে সহযোগিতা করে। পরে খবর দেওয়া হলে নান্দাইল ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান বলেন, ‘বাড়ির বাইরে বের হয়ে দেখি গোয়ালঘরে আগুন জ্বলছে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে সহায়তা করে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে গেছে।’
আগুনে নাজিম উদ্দীনের দুটি গরু পুড়ে মারা যায়। তিনি বলেন, ‘গোয়ালঘরে ধোঁয়া থেকে কেমনে জানি আগুন লেগে যায়। আমরা তো ঘুমিয়ে ছিলাম। পরে পাশের বাড়ির লোকজনের চিৎকারে উঠে দেখি আমার গোয়ালঘর পুড়ে গেছে। আমার শেষ সম্বল দুটি গরু পুড়ে মারা গেছে।’
নান্দাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। আগুনে প্রায় ২ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’
জমি নিয়ে বিরোধে বান্দরবানের থানচিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বলিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেআমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কয়েক মিনিট ধরে চলা এ বৃষ্টিতে আম ও ধানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কৃষি বিভাগ বলছে, আম ও ধানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি।
২৭ মিনিট আগেরাজশাহীতে এক নারীর ঘর থেকে পুলিশের এক কনস্টেবলকে ধরে থানায় সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার মধ্যরাতে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি মতিহার থানা–পুলিশের হেফাজতে ছিলেন।
৩১ মিনিট আগেরাজশাহীর নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চারঘাট ও বাঘা উপজেলার জনগণ। আজ বৃহস্পতিবার নন্দনগাছী স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও লোকাল ট্রেন সাময়িকভাবে থামিয়ে এই বিক্ষোভ করেন তাঁরা।
৪৩ মিনিট আগে