Ajker Patrika

ঢাবি শিক্ষার্থী পলাশের দাফন সম্পন্ন

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
ঢাবি শিক্ষার্থী পলাশের দাফন সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফুর রহমান পলাশের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

জানা যায়, গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরিফুর রহমান পলাশ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই দিন রাতে অ্যাম্বুলেন্সে করে পলাশের মরদেহ জামালপুরের মাদারগঞ্জের সরদারবাড়ী গ্রামের বাড়ি নিয়ে আসা হয়। পরে আজ সকাল সাড়ে ৮টায় শ্যামগঞ্জ কালিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে সাড়ে ৯টার দিকে মরদেহের দাফন সম্পন্ন করা হয়। দাফনের আগে পলাশকে এক নজর দেখতে ভিড় করেন তাঁর সহপাঠী, আত্মীয়-স্বজনসহ এলাকার মানুষজন। 

পলাশের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুর রহমান পলাশের ৪ ভাই রয়েছে। পলাশ ছিলেন ভাইদের মধ্যে সবার বড়। পলাশের বাবা লাভলু মিয়া কৃষিকাজ করেন। অনেক কষ্টে পলাশের বাবা তাঁদের পড়াশোনা করিয়েছেন। ছোট থেকে মেধাবী শিক্ষার্থী ছিল পলাশ। তাঁদের পরিবারের একমাত্র স্বপ্ন ছিলেন তিনি। 

পলাশের ছোট ভাই রাকিব বলে, হঠাৎ আমার মোবাইলে একটি কল আসে। কল ধরলে জানতে পারি ভাইয়ার হলের সভাপতি। পরে তিনি আমাকে বলেন, আপনার মামা, বাবা বা চাচার মোবাইল নম্বরটি দেন। আর যত দ্রুত পারেন চলে আসেন। তখনই বুঝতে পারি কিছু একটা হয়েছে। পরে মামার মোবাইল নম্বর দেই। এর কিছুক্ষণ পরেই আমি মামাকে কল দিলে মামা মোবাইলে কান্না করতে থাকে। আমি ঢাকাতেই ছিলাম। তাই সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে গিয়ে দেখি আমার ভাই আর পৃথিবীতে নেই।

পলাশের বাবা লাভলু মিয়া বলেন, ‘পলাশকে নিয়ে স্বপ্ন ছিল আমাদের। সে স্বপ্ন আর পূরণ হলো না। খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছি। আল্লাহ তুমি যে তাঁকে এভাবে পৃথিবী থেকে নিয়ে যাবা তা কখনো ভাবিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত