Ajker Patrika

প্রতিপক্ষের গোয়াল ঘরের পাশে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৩, ১৩: ১০
প্রতিপক্ষের গোয়াল ঘরের পাশে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

জামালপুরে মেলান্দহে প্রতিপক্ষের গোয়াল ঘরের পেছনে লিচু গাছে আজগার আলী (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার সকাল ৮টা দিকে পৌরসভার নাগেরপাড়া থেকে ওই বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার কর হয়। নিহত আজগার আলী ওই এলাকার মৃত সামাদ মুন্সীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মেলান্দহ পৌরসভার নাগেরপাড়া এলাকায় রশীদ মুন্সীর গোয়াল ঘরের পেছনে লিচু গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে। 

পুলিশ ও স্থানীয়রা আরও জানান, নিহত আজগার আলী সঙ্গে প্রতিপক্ষ রশিদ মুন্সির জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলছিল। তাঁদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। আজগার আলী প্রতিপক্ষের মামলায় জেলেও গিয়েছিল। কিছুদিন আগে তিনি জেল থেকে বের হয়েছেন। রশিদ ও আজগাড়া আলী প্রতিবেশী 

তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা যাচ্ছে। তাঁকে হত্যা করেছে এমন কোনো আলামত পাওয়া যায়নি। 

এ বিষয়ে জামালপুরে সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, লিচু গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগে তিনি জেল থেকে বের হয়েছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত