Ajker Patrika

কলমাকান্দায় মাদকের টাকার জন্য মাকে মারধর, যুবকের ১ বছরের সাজা

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১১: ৩৪
পুলিশের হাতে আটক শাহজাহান মিয়া। ছবি: সংগৃহীত
পুলিশের হাতে আটক শাহজাহান মিয়া। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় মাদকের টাকার জন্য মাকে মারধর করায় শাহজাহান মিয়া (২৫) নামের এক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে শাহজাহানের মা সাজেদা খাতুন ছেলেকে থানায় সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উপজেলার পাঁচগাঁও গ্রামের বাসিন্দা শাহজাহান একজন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য মাকে অত্যাচার করতেন, মারধর করতেন। শেষে অতিষ্ঠ হয়ে বিষয়টি পুলিশকে জানান তাঁর মা সাজেদা খাতুন।

ওসি আরও বলেন, মায়ের অভিযোগ পেয়ে উপজেলা সদরের মুক্তিচর এলাকা থেকে পুলিশ তাঁকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে সাজা দেন। রাতেই শাহজাহানকে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত