Ajker Patrika

নেত্রকোনায় বন্য হাতির আক্রমণে কৃষকের

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনায় বন্য হাতির আক্রমণে কৃষকের

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির আক্রমণে বুনেশ রিচিল (৬৫) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষকের মৃত্যু হয়ে। তিনি উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বুনেশ রিচিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

স্থানীয় বাসিন্দা নাঈম পাঠান জানান, বুধবার রাত ৯টার দিকে ভারত সীমান্তের ওপার থেকে বিজয়পুর জিরো পয়েন্টে ৪০ টির মতো বন্য হাতির পাল প্রবেশ করে। স্থানীয়রা একত্রিত হয়ে মশাল জ্বালিয়ে হাতির দলকে তাড়াতে বের হয়। এ সময় বুনেশ রিচিল পালের একটি হাতির পায়ে চাপা পড়ে আহত হন। তাঁকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠান। সেখানে যাওয়ার পথে রাত সাড়ে ১০ দিকে বুনেশ রিচিল মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব উল আহসান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের শেষকৃত্যের জন্য পরিবারের হাতে নগদ সহায়তা হিসেবে ১০ হাজার টাকা প্রদান করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত