Ajker Patrika

কলমাকান্দায় যুবলীগ নেতা আওয়াল হত্যার ঘটনায় মামলা

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ২০: ৩১
কলমাকান্দায় যুবলীগ নেতা আওয়াল হত্যার ঘটনায় মামলা

নেত্রকোনার কলমাকান্দায় যুবলীগ নেতা আব্দুল আওয়াল (৪১) হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার সকালে নিহতের ছোট ভাই মো. রাসেল মিয়া বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা করেন। 

এতে অজ্ঞাতনামা আসামি করা হয়। আওয়াল উপজেলা সদরের মাছ মহাল এলাকার মৃত কেফায়েত উল্লাহর ছেলে। তিনি কলমাকান্দা উপজেলা যুবলীগের সহসম্পাদক ছিলেন। তাঁর স্ত্রীসহ দুই ছেলে রয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে নিজ বাসা থেকে আব্দুল আওয়ালের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহটির গলায় ডিশের তার জড়ানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। 

মামলার বাদী ও নিহতের ছোট ভাই মো. রাসেল বলেন, আওয়াল দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শুক্রবার তিনি রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় যান। সন্ধ্যায় তাঁর প্রতিবেশী মোবাইল ফোনে জানান, আওয়ালের হাত থেকে রক্ত পড়ছে। তিনি এসে দেখেন নিজ ঘরে খাটের ওপর আওয়ালের গলায় ডিশের তার জড়ানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। 

পরে আজ রোববার সকালে তিনি কলমাকান্দা থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, আজ সকালে নিহত আব্দুল আওয়ালের ছোট ভাই রাসেল মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ নিয়ে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত