শেরপুর প্রতিনিধি
শেরপুরে অর্থ আত্মসাতের ৭০ মামলায় সাজাপ্রাপ্তসহ মোট ৯২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে রাজধানী ঢাকার রাজউক উত্তরা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বিকেলে শেরপুর সদর থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
গ্রেপ্তার দুই ভাই হলেন শেরপুরের আলোচিত বাবর অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান সুজন এবং তাঁর ভাই পরিচালক কামরুল হাসান শাহীন। তাঁরা শহরের নারায়ণপুর এলাকার প্রয়াত ব্যবসায়ী আবুল হাসেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুরে ব্যাংকসহ স্থানীয় ৭ শতাধিক পাওনাদারের কাছে প্রায় ১০০ কোটি টাকা ঋণ রেখে সুজন ও শাহীন দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। পাওনাদারেরা অর্থ আত্মসাতের অভিযোগে সুজনের নামে ৮৮টি এবং শাহীনের নামে ৪টি মামলা দায়ের করেন। এর মধ্যে সুজন ৭০টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছেন। এ ছাড়া আরও ১৮টি মামলায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আর শাহীনের নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে ৪টি মামলায়।
সূত্র জানায়, প্রয়াত আবুল হাসেমের মালিকানায় শেরপুরে মোট ৩৬ একর জমির ওপর স্থাপিত প্রতিষ্ঠানসমূহের মধ্যে দুটি অটো ব্রিকফিল্ড, ফিলিং স্টেশন, অটো রাইস মিল, পোলট্রি ফার্মসহ আরও একাধিক প্রতিষ্ঠান এবং জেলা হাসপাতাল রোডের কাছে প্রায় দেড় একর মূল্যবান জমির ওপর তিনতলা বাড়ি রয়েছে। তা সত্ত্বেও তাঁরা পাওনাদারদের টাকা পরিশোধ করছেন না।
এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগীদের অভিযোগ এবং আদালতের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানামূলে বিষয়টি নিয়ে কাজ শুরু করি। প্রায় পাঁচ মাস পর পুলিশের বিশেষ অভিযানে সুজন ও শাহীনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
শেরপুরে অর্থ আত্মসাতের ৭০ মামলায় সাজাপ্রাপ্তসহ মোট ৯২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে রাজধানী ঢাকার রাজউক উত্তরা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বিকেলে শেরপুর সদর থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
গ্রেপ্তার দুই ভাই হলেন শেরপুরের আলোচিত বাবর অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান সুজন এবং তাঁর ভাই পরিচালক কামরুল হাসান শাহীন। তাঁরা শহরের নারায়ণপুর এলাকার প্রয়াত ব্যবসায়ী আবুল হাসেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুরে ব্যাংকসহ স্থানীয় ৭ শতাধিক পাওনাদারের কাছে প্রায় ১০০ কোটি টাকা ঋণ রেখে সুজন ও শাহীন দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। পাওনাদারেরা অর্থ আত্মসাতের অভিযোগে সুজনের নামে ৮৮টি এবং শাহীনের নামে ৪টি মামলা দায়ের করেন। এর মধ্যে সুজন ৭০টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছেন। এ ছাড়া আরও ১৮টি মামলায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আর শাহীনের নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে ৪টি মামলায়।
সূত্র জানায়, প্রয়াত আবুল হাসেমের মালিকানায় শেরপুরে মোট ৩৬ একর জমির ওপর স্থাপিত প্রতিষ্ঠানসমূহের মধ্যে দুটি অটো ব্রিকফিল্ড, ফিলিং স্টেশন, অটো রাইস মিল, পোলট্রি ফার্মসহ আরও একাধিক প্রতিষ্ঠান এবং জেলা হাসপাতাল রোডের কাছে প্রায় দেড় একর মূল্যবান জমির ওপর তিনতলা বাড়ি রয়েছে। তা সত্ত্বেও তাঁরা পাওনাদারদের টাকা পরিশোধ করছেন না।
এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগীদের অভিযোগ এবং আদালতের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানামূলে বিষয়টি নিয়ে কাজ শুরু করি। প্রায় পাঁচ মাস পর পুলিশের বিশেষ অভিযানে সুজন ও শাহীনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে