মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহের কুলিয়া ইউনিয়নে যমুনার শাখা আড়াই নদ। বর্ষা এলে বানের পানি বেড়ে শুরু হয় ভাঙন। গত চার বছরের ভাঙনে বিলীন হয়েছে বসতবাড়ি, রাস্তাঘাট, এমনকি ফসলি জমিও। এ বছরও পানি বেড়ে শুরু হয়েছে ভাঙন। এমন অবস্থায় আতঙ্কে ঘুমহীন নদীপাড়ের মানুষেরা।
উপজেলার কুলিয়া ইউনিয়নের পচাবেহলা এলাকা থেকে সাদিপাটি বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার নদীতে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের হুমকিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, বসতবাড়িসহ ফসলি জমি।
স্থানীয়দের অভিযোগ, চার বছর ধরে ভাঙন শুরু হলেও প্রতিরোধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তবে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বলেছে, ভাঙন প্রতিরোধে প্রকল্প জমা দেওয়া হয়েছে। প্রকল্পের অনুমতি হলেই স্থায়ী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, আড়াই নদে চার বছর আগে থেকে ভাঙন শুরু হয়েছে। বন্যার সময় এ নদে পানির স্রোত তীব্র থাকে। এতে শুরু হয় ভাঙন। গত চার বছরে সাদিপাটি থেকে পচাবেহলা সড়ক, সাদিপাটি বাজার, বসতবাড়িসহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন সাদিপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদিপাটি বায়তুল জান্নাত জামে মসজিদসহ প্রায় ৫০০ বসতবাড়ি ভাঙন হুমকিতে রয়েছে।
সরেজমিন দেখা গেছে, সাদিপাটি বাজার নদীতে বিলীন হয়ে গেছে। বাজারে এখন শুধু তিনটি দোকান রয়েছে। তা-ও ভাঙনের হুমকির মুখে। এই বাজারের পাশে আড়াই নদের ওপর নির্মিত সেতুটি বন্যার পানির স্রোতে ছয় বছর আগে ভেঙে যায়। পরে আরেকটি সেতু নির্মাণ হয়েছে। তবে সেটি সাদিপাটি থেকে পচাবেহলা পর্যন্ত সড়ক ভাঙনে বিলীন হয়ে যাওয়ায় লোকজন যানবাহন নিয়ে যাতায়াত করতে পারছেন না।
সাদিপাটি এলাকার পারভিন বেগম বলেন, ‘আমার ঘর নদীতে ভাঙতে শুধু এক হাত বাকি আছে। এই এক হাত ভাঙলেই ঘর ভেঙে যাবে। আমার আর জায়গা-জমি নাই। কখন যে ভেঙে পড়বে জানি না। রাতে ঘুমাতে পারি না ভাঙনের চিন্তায়।’
‘রাস্তা ভাঙছে, তারপরে আমার বাড়ি ভাঙছে নদীতে। টিন দিয়ে ছাপরা ঘর তুলে থাকতাছি। এটাও কখন যেন ভেঙে যায়। আমার জায়গা-জমি নাই; আর কোথায় ঘর তুলে কোথায় থাকব?’ এই প্রতিবেদককে এভাবেই বললেন সাদিপাটি পশ্চিমপাড়া এলাকার সখিনা বেগম।
সাদিপাটি বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম হাফেজ আহমদ উল্লাহ বলেন, ‘চার বছর ধরে এই নদীতে ভাঙন শুরু হয়েছে। রাস্তাঘাট ভেঙে বিলীন হয়ে গেছে। এখন ভাঙতে ভাঙতে মসজিদের কিনারে এসেছে। মসজিদের পিলার বেরিয়ে এসেছে। এ বছরে নতুন পানি এসেছে, এখন যদি দ্রুত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মসজিদ কী হবে জানি না। আমাদের দাবি দ্রুত যেন ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়।’
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা বলেন, ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পাউবোকে জানানো হবে।
জামালপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘ওই নদীতে ভাঙন প্রতিরোধে প্রকল্প জমা দেওয়া হয়েছে। প্রকল্পের অনুমতি হলেই স্থায়ী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে। এখন যদি জরুরি পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আমরা জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করব।’
জামালপুরের মেলান্দহের কুলিয়া ইউনিয়নে যমুনার শাখা আড়াই নদ। বর্ষা এলে বানের পানি বেড়ে শুরু হয় ভাঙন। গত চার বছরের ভাঙনে বিলীন হয়েছে বসতবাড়ি, রাস্তাঘাট, এমনকি ফসলি জমিও। এ বছরও পানি বেড়ে শুরু হয়েছে ভাঙন। এমন অবস্থায় আতঙ্কে ঘুমহীন নদীপাড়ের মানুষেরা।
উপজেলার কুলিয়া ইউনিয়নের পচাবেহলা এলাকা থেকে সাদিপাটি বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার নদীতে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের হুমকিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, বসতবাড়িসহ ফসলি জমি।
স্থানীয়দের অভিযোগ, চার বছর ধরে ভাঙন শুরু হলেও প্রতিরোধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তবে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বলেছে, ভাঙন প্রতিরোধে প্রকল্প জমা দেওয়া হয়েছে। প্রকল্পের অনুমতি হলেই স্থায়ী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, আড়াই নদে চার বছর আগে থেকে ভাঙন শুরু হয়েছে। বন্যার সময় এ নদে পানির স্রোত তীব্র থাকে। এতে শুরু হয় ভাঙন। গত চার বছরে সাদিপাটি থেকে পচাবেহলা সড়ক, সাদিপাটি বাজার, বসতবাড়িসহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন সাদিপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদিপাটি বায়তুল জান্নাত জামে মসজিদসহ প্রায় ৫০০ বসতবাড়ি ভাঙন হুমকিতে রয়েছে।
সরেজমিন দেখা গেছে, সাদিপাটি বাজার নদীতে বিলীন হয়ে গেছে। বাজারে এখন শুধু তিনটি দোকান রয়েছে। তা-ও ভাঙনের হুমকির মুখে। এই বাজারের পাশে আড়াই নদের ওপর নির্মিত সেতুটি বন্যার পানির স্রোতে ছয় বছর আগে ভেঙে যায়। পরে আরেকটি সেতু নির্মাণ হয়েছে। তবে সেটি সাদিপাটি থেকে পচাবেহলা পর্যন্ত সড়ক ভাঙনে বিলীন হয়ে যাওয়ায় লোকজন যানবাহন নিয়ে যাতায়াত করতে পারছেন না।
সাদিপাটি এলাকার পারভিন বেগম বলেন, ‘আমার ঘর নদীতে ভাঙতে শুধু এক হাত বাকি আছে। এই এক হাত ভাঙলেই ঘর ভেঙে যাবে। আমার আর জায়গা-জমি নাই। কখন যে ভেঙে পড়বে জানি না। রাতে ঘুমাতে পারি না ভাঙনের চিন্তায়।’
‘রাস্তা ভাঙছে, তারপরে আমার বাড়ি ভাঙছে নদীতে। টিন দিয়ে ছাপরা ঘর তুলে থাকতাছি। এটাও কখন যেন ভেঙে যায়। আমার জায়গা-জমি নাই; আর কোথায় ঘর তুলে কোথায় থাকব?’ এই প্রতিবেদককে এভাবেই বললেন সাদিপাটি পশ্চিমপাড়া এলাকার সখিনা বেগম।
সাদিপাটি বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম হাফেজ আহমদ উল্লাহ বলেন, ‘চার বছর ধরে এই নদীতে ভাঙন শুরু হয়েছে। রাস্তাঘাট ভেঙে বিলীন হয়ে গেছে। এখন ভাঙতে ভাঙতে মসজিদের কিনারে এসেছে। মসজিদের পিলার বেরিয়ে এসেছে। এ বছরে নতুন পানি এসেছে, এখন যদি দ্রুত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মসজিদ কী হবে জানি না। আমাদের দাবি দ্রুত যেন ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়।’
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা বলেন, ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পাউবোকে জানানো হবে।
জামালপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘ওই নদীতে ভাঙন প্রতিরোধে প্রকল্প জমা দেওয়া হয়েছে। প্রকল্পের অনুমতি হলেই স্থায়ী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে। এখন যদি জরুরি পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আমরা জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করব।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে