ময়মনসিংহ প্রতিনিধি
পৌনে ২ কোটি টাকার চাল ও ৩৮০টি খালি বস্তা আত্মসাতের দায়ে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সাবেক (ভারপ্রাপ্ত) খাদ্যগুদাম কর্মকর্তা শাকিল আহমেদের (৩৯) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। আজ বুধবার দুদক সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপ-সহকারী পরিচালক আনিসুর রহমান বাদী মামলাটি দায়ের করেন।
মামলায় ক্ষমতা অপব্যবহারসহ এক কোটি ৭১ লাখ ৯২ হাজার ৩৮২ টাকা মূল্যের ৩২৮.৯৮০ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৮০টি খালি বস্তা আত্মসাতের অভিযোগ আনা হয়।
দুদক ময়মনসিংহের সহকারী পরিচালক মো. বুলু মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রের বরাত দিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি শাকিল আহম্মেদ ২০২১ সালের ৯ মার্চ থেকে ২০২৩ সালের ১৭ অক্টোবর পর্যন্ত মুক্তাগাছা খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২০২৩ সালের ১০ অক্টোবর তাকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জে বদলি করা হয়।
কিন্তু ওই বছরের ১৯ অক্টোবরের মধ্যে তাকে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেওয়া হলেও আসামি তা পালন না করে গা-ঢাকা দেন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে ওই গুদামে ৩২৮.৯৮০ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৮০টি খালি বস্তা ঘাটতি পায়। এতে সর্বমোট এক কোটি ৭১ লাখ ৯২ হাজার ৩৮২ টাকা আত্মসাতের অভিযোগ উঠে।
দুদকের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় আসামি বর্তমানে পলাতক রয়েছেন। তবে খুব দ্রুত সময়ে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
এই বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে অভিযুক্ত কর্মকর্তা শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি মামলা হয়েছে। এ নিয়ে এখন আমার কিছু বলার নেই। আদালতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
পৌনে ২ কোটি টাকার চাল ও ৩৮০টি খালি বস্তা আত্মসাতের দায়ে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সাবেক (ভারপ্রাপ্ত) খাদ্যগুদাম কর্মকর্তা শাকিল আহমেদের (৩৯) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। আজ বুধবার দুদক সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপ-সহকারী পরিচালক আনিসুর রহমান বাদী মামলাটি দায়ের করেন।
মামলায় ক্ষমতা অপব্যবহারসহ এক কোটি ৭১ লাখ ৯২ হাজার ৩৮২ টাকা মূল্যের ৩২৮.৯৮০ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৮০টি খালি বস্তা আত্মসাতের অভিযোগ আনা হয়।
দুদক ময়মনসিংহের সহকারী পরিচালক মো. বুলু মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রের বরাত দিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি শাকিল আহম্মেদ ২০২১ সালের ৯ মার্চ থেকে ২০২৩ সালের ১৭ অক্টোবর পর্যন্ত মুক্তাগাছা খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২০২৩ সালের ১০ অক্টোবর তাকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জে বদলি করা হয়।
কিন্তু ওই বছরের ১৯ অক্টোবরের মধ্যে তাকে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেওয়া হলেও আসামি তা পালন না করে গা-ঢাকা দেন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে ওই গুদামে ৩২৮.৯৮০ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৮০টি খালি বস্তা ঘাটতি পায়। এতে সর্বমোট এক কোটি ৭১ লাখ ৯২ হাজার ৩৮২ টাকা আত্মসাতের অভিযোগ উঠে।
দুদকের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় আসামি বর্তমানে পলাতক রয়েছেন। তবে খুব দ্রুত সময়ে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
এই বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে অভিযুক্ত কর্মকর্তা শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি মামলা হয়েছে। এ নিয়ে এখন আমার কিছু বলার নেই। আদালতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য আসামিরা হলেন কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব তালুকদার, নিষিদ্ধঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অমি গাজী, সাবেক সভাপতি মো. মুছা, মো. আশিক তালুকদার
২ মিনিট আগেটাঙ্গাইলের নাগরপুরে একটি স্কুল ক্যাম্পাসে সরকারি পাঠ্যবইবোঝাই ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে। উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়ায় এম বোরহান উদ্দিন উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, স্কুলের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান বইগুলো কেজি দরে বিক্রি করে দিয়েছেন।
৯ মিনিট আগেঈদ উৎসব উপলক্ষে খুলনায় ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২-এর ‘আবারও মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনের ব্র্যান্ডিং কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার নগরীর গ্র্যান্ড প্লাসিড হোটেল থেকে আনন্দ র্যালির মধ্য দিয়ে এই ক্যাম্পেইন শুরু হয়।
১৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ‘জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্যসচিব আশফাক আহমেদ জামিল আন্দোলনের আদর্শ ও মূল্যবোধকে অবমাননা করে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, মামলার তদবির, সরকারি প্রকল্পে দুর্নীতি ও ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করছেন।’
৪১ মিনিট আগে