Ajker Patrika

দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৩: ০৩
দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে পৌরসভার ৯টি কেন্দ্রের ৭৬টি বুথে ইভিএম মেশিনের মাধ্যমে এই ভোট গ্রহণ শুরু হয়। তবে অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ।

এই নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীক নিয়ে আব্দুস ছালাম, ইসলামী আন্দোলন মনোনীত ‘হাতপাখা’ প্রতীক নিয়ে আব্দুল মান্নান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘নারিকেল গাছ’ প্রতীকে শুভেন্দু সরকার।

পৌরসভার মোট ভোটার ২০ হাজার ৭৮১ জন, এদের মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬৬ জন এবং নারী ভোটার ১০ হাজার ৭১৫ জন। নির্বাচনে মোট ৯ জন প্রিসাইডিং, ৭৩ জন সহকারী প্রিসাইডিং ও ১৫২ জন পোলিং অফিসার ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, ‘মেয়র উপনির্বাচনে দুর্গাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রতিটি কেন্দ্রে আনসার ভিডিপি, পুলিশ কর্মকর্তা মাঠে কাজ করছেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব ও বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলে রয়েছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত