Ajker Patrika

নিখোঁজের ৫ দিন পর ধানখেতে মিলল কিশোরের লাশ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৫: ৫১
নিখোঁজের ৫ দিন পর ধানখেতে মিলল কিশোরের লাশ

শেরপুরের শ্রীবরদীতে পাঁচ দিন নিখোঁজের পর এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের উত্তর গিলাগাছা গ্রামের ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত কিশোরের নাম আ. শহিদ (১৭)। সে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের ডেকরাপাড়া গ্রামের অলি মামুদের ছেলে । সে অটো চালাত। মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ।

মামলা সূত্র ও নিহতের বাবা অলি মামুদ জানান, গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয় শহিদ। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি সে। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার বিকেলে উপজেলার গড়জরিপা ইউনিয়ন পরিষদের সামনে থেকে শহিদের অটোরিকশাটি পাওয়া যায়। কিন্তু শহিদকে খুঁজে পাওয়া যায়নি।

গতকাল সন্ধ্যায় গিলাগাছা গ্রামের ব্রিজ-সংলগ্ন একটি ধানখেতে অর্ধগলিত লাশের সন্ধান পাওয়া যায়। লাশ উদ্ধারের খবর পেয়ে শহিদের বাবা ও পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে।

ওসি মো. আনোয়ার জাহিদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা গতকাল রাতেই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত