Ajker Patrika

কলেজে নিয়োগ পরীক্ষা: ২৪ প্রার্থীর সবাই ফেল, পরীক্ষা বাতিল ঘোষণা

নেত্রকোনা প্রতিনিধি
কলেজে নিয়োগ পরীক্ষা: ২৪ প্রার্থীর সবাই ফেল, পরীক্ষা বাতিল ঘোষণা

নেত্রকোনার মদনে একটি কলেজের চারটি পদে ২৪ জন প্রার্থী পরীক্ষা দিয়ে সবাই ফেল করেছেন। এতে কর্তৃপক্ষ বাধ্য হয়ে নিয়োগ পরীক্ষাটি বাতিল করেছেন। 

আজ শনিবার সকালে মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজে ল্যাব সহকারীর ৪ পদে নিয়োগ পরীক্ষায় এ ঘটনা ঘটে। পরে নিয়োগ পরীক্ষাটি বাতিল করেছে কর্তৃপক্ষ। 

কলেজ সূত্রে জানা গেছে, জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের ল্যাব সহকারী (রসায়ন, পদার্থ, উদ্ভিদ ও প্রাণীবিদ্যা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে জনবল নিয়োগের জন্য গত ৯ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৪ পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী আবেদন করেন। 

আজ শনিবার কলেজে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ৪ পদে ২৪ জন প্রার্থী অংশ নেন। কিন্তু লিখিত পরীক্ষায় কোনো প্রার্থীই উত্তীর্ণ হতে পারেননি।। তাই নিয়োগ পরিক্ষাটি বাতিল করে কর্তৃপক্ষ। 
 
নিয়োগ কমিটির সদস্যসচিব কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক রায়ান আহম্মদ সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই স্বচ্ছ ও নিরপেক্ষ একটি নিয়োগ পরীক্ষার মাধ্যমে জনবল নেওয়ার চেষ্টা করেছি। সকল প্রার্থী ফেল করায় নিয়োগ কমিটির সিন্ধান্ত মোতাবেক পরীক্ষা বাতিল করা হয়েছে।’ 

কলেজের গর্ভনিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত পরীক্ষার শর্তানুযায়ী উর্ত্তীণ প্রার্থী না পাওয়ায় নিয়োগের কার্যক্রম বাতিল করা হয়েছে। নতুন করে আবার ওই চার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত