নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে কামারপাড়ায় চিরচেনা সেই ব্যস্ততা এবার নেই। ঈদের আগে যেখানে কামারদের দিন-রাত ব্যস্ত থাকার কথা, সেখানে এখন উল্টো চিত্র। আগের তুলনায় এবার চাহিদা কম থাকায় সেই ব্যস্ততা নেই। নতুন করে বানিয়ে রাখা কোরবানির সরঞ্জাম বিক্রি নিয়েও দুশ্চিন্তায় আছেন তাঁরা। তবে শেষ মুহূর্তে বেচাকেনা বাড়বে বলে তাঁরা আশা করছেন।
কামারদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরশহরের কর্মকারপট্টি এলাকায় দুই শতাধিক পরিবার কামার পেশার সঙ্গে জড়িত। সারা বছর দা, কোদাল, কাঁচি, কুড়াল, লাঙলের ফলাসহ লোহায় নির্মিত সামগ্রীগুলো তৈরি করে জীবিকা নির্বাহ করেন তাঁরা। সেই সঙ্গে কোরবানির ঈদে ব্যবহৃত ছুরি, চাপাতি, বটি ও দা তৈরি করে বাড়তি আয় হয়। কিন্তু গত কয়েক বছর কোরবানির ঈদে ভালো ব্যবসা হলেও এবারের চিত্র ভিন্ন। এবারের ঈদে নতুন অস্ত্রের চাহিদা কম থাকায় দুশ্চিন্তায় রয়েছেন কামারেরা।
আজ সোমবার সকালে পৌরশহরের কর্মকারপট্টি এলাকায় গিয়ে দেখা গেছে, অর্ধশতাধিক কামারশালায় অলস সময় পার করছেন কামারেরা। কোরবানির ঈদ সামনে রেখে কোরবানিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম তৈরি করে সাজিয়ে রাখ হয়েছে। তবে ক্রেতার দেখা নেই ৷ পুরোনো অস্ত্র শাণ দেওয়া ও অস্ত্র মেরামত করার জন্যও নেই কামারদের ব্যস্ততা। এতে কেউ দোকান খুলে রেখে পাশে কোথাও আড্ডায় মেতেছেন। কেউ আবার শেষ মুহূর্তে চাহিদা বাড়ার আশায় তৈরি করছেন নতুন অস্ত্র।
একটি কামারশালার কারিগর আমির হোসেন বলেন, ‘প্রতিবছর কোরবানির ঈদে প্রতি দোকানেই কয়েকজন করে কারিগর থাকত ৷ কিন্তু এবার তো অস্ত্রের তেমন চাহিদা নেই। এই কামারশালাতেই অন্যান্য বছর পাঁচ-ছয়জন কারিগর কাজ করলেও এবার আমি একাই কাজ করছি।’
শান্ত কর্মকার বলেন, ‘সারা বছর টুকটাক বেচাকেনা হয়। তবে আমরা আশায় থাকি ধান কাটার সময় কাঁচি আর কোরবানির ঈদের সময় অস্ত্র বিক্রি নিয়ে ৷ এখন ধান কাটার মেশিন নামায় কাঁচির চাহিদা কমে গেছে। আর এবার তো অস্ত্রের চাহিদা নেই বললেই চলে।’
একটি কামারশালার মালিক সাধন কর্মকার বলেন, ‘আগে কোরবানির ঈদের অন্তত ১৫ দিন আগে থেকে ব্যস্ত সময় পার করতাম আমরা। তখন কাজ শেষ করতে বাড়তি কারিগরও প্রয়োজন হতো। তবে এ বছর তেমন কোনো কাজ নেই। তাই অলস সময় পার করতে হচ্ছে আমাদের।’
আরেকটি কামারশালার মালিক হারাধন কর্মকার বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বাড়লেও কামার শিল্পের পণ্যগুলোর দাম তেমন বাড়েনি। তারপরও ক্রেতা কেন কম বুঝতে পারছি না। তবে ঈদের আগে শেষ মুহূর্তে বেচাকেনা বাড়তে পারে বলে আশা করছি।’
শেরপুরের নালিতাবাড়ীতে কামারপাড়ায় চিরচেনা সেই ব্যস্ততা এবার নেই। ঈদের আগে যেখানে কামারদের দিন-রাত ব্যস্ত থাকার কথা, সেখানে এখন উল্টো চিত্র। আগের তুলনায় এবার চাহিদা কম থাকায় সেই ব্যস্ততা নেই। নতুন করে বানিয়ে রাখা কোরবানির সরঞ্জাম বিক্রি নিয়েও দুশ্চিন্তায় আছেন তাঁরা। তবে শেষ মুহূর্তে বেচাকেনা বাড়বে বলে তাঁরা আশা করছেন।
কামারদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরশহরের কর্মকারপট্টি এলাকায় দুই শতাধিক পরিবার কামার পেশার সঙ্গে জড়িত। সারা বছর দা, কোদাল, কাঁচি, কুড়াল, লাঙলের ফলাসহ লোহায় নির্মিত সামগ্রীগুলো তৈরি করে জীবিকা নির্বাহ করেন তাঁরা। সেই সঙ্গে কোরবানির ঈদে ব্যবহৃত ছুরি, চাপাতি, বটি ও দা তৈরি করে বাড়তি আয় হয়। কিন্তু গত কয়েক বছর কোরবানির ঈদে ভালো ব্যবসা হলেও এবারের চিত্র ভিন্ন। এবারের ঈদে নতুন অস্ত্রের চাহিদা কম থাকায় দুশ্চিন্তায় রয়েছেন কামারেরা।
আজ সোমবার সকালে পৌরশহরের কর্মকারপট্টি এলাকায় গিয়ে দেখা গেছে, অর্ধশতাধিক কামারশালায় অলস সময় পার করছেন কামারেরা। কোরবানির ঈদ সামনে রেখে কোরবানিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম তৈরি করে সাজিয়ে রাখ হয়েছে। তবে ক্রেতার দেখা নেই ৷ পুরোনো অস্ত্র শাণ দেওয়া ও অস্ত্র মেরামত করার জন্যও নেই কামারদের ব্যস্ততা। এতে কেউ দোকান খুলে রেখে পাশে কোথাও আড্ডায় মেতেছেন। কেউ আবার শেষ মুহূর্তে চাহিদা বাড়ার আশায় তৈরি করছেন নতুন অস্ত্র।
একটি কামারশালার কারিগর আমির হোসেন বলেন, ‘প্রতিবছর কোরবানির ঈদে প্রতি দোকানেই কয়েকজন করে কারিগর থাকত ৷ কিন্তু এবার তো অস্ত্রের তেমন চাহিদা নেই। এই কামারশালাতেই অন্যান্য বছর পাঁচ-ছয়জন কারিগর কাজ করলেও এবার আমি একাই কাজ করছি।’
শান্ত কর্মকার বলেন, ‘সারা বছর টুকটাক বেচাকেনা হয়। তবে আমরা আশায় থাকি ধান কাটার সময় কাঁচি আর কোরবানির ঈদের সময় অস্ত্র বিক্রি নিয়ে ৷ এখন ধান কাটার মেশিন নামায় কাঁচির চাহিদা কমে গেছে। আর এবার তো অস্ত্রের চাহিদা নেই বললেই চলে।’
একটি কামারশালার মালিক সাধন কর্মকার বলেন, ‘আগে কোরবানির ঈদের অন্তত ১৫ দিন আগে থেকে ব্যস্ত সময় পার করতাম আমরা। তখন কাজ শেষ করতে বাড়তি কারিগরও প্রয়োজন হতো। তবে এ বছর তেমন কোনো কাজ নেই। তাই অলস সময় পার করতে হচ্ছে আমাদের।’
আরেকটি কামারশালার মালিক হারাধন কর্মকার বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বাড়লেও কামার শিল্পের পণ্যগুলোর দাম তেমন বাড়েনি। তারপরও ক্রেতা কেন কম বুঝতে পারছি না। তবে ঈদের আগে শেষ মুহূর্তে বেচাকেনা বাড়তে পারে বলে আশা করছি।’
গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
২ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৬ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগে