Ajker Patrika

ঝিনাইগাতীর গজনী সীমান্তে বন্য হাতির মৃতদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ০৮
ঝিনাইগাতীর গজনী সীমান্তে বন্য হাতির মৃতদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী সীমান্তের আঠারোঝোড়া এলাকা থেকে একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকালে হাতির মৃতদেহটি উদ্ধার করে বন বিভাগ। এ নিয়ে গত চার মাসের ব্যবধানে শেরপুর সীমান্তে তিনটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার করা হলো। 

বন বিভাগের ঝিনাইগাতীর গজনী বিট কর্মকর্তা মো. মকরুল ইসলাম আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত ৯ নভেম্বর শ্রীবরদী সীমান্তের মালাকোচা এলাকায় এবং ১৯ নভেম্বর নালিতাবাড়ী সীমান্তের পানিহাতা এলাকার মায়াঘাঁসি গ্রাম থেকে দুটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার হয়। এর মধ্যে মালাকুচা এলাকায় উদ্ধার হওয়া হাতির মৃত্যু বিদ্যুতায়িত হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠেছে। এসব ঘটনায় চারজনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করে বন বিভাগ। ওই মামলায় চার আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন। 

বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত হাতিটি মাদি হাতি। হাতিটির বয়স আনুমানিক ১০ / ১১ বছর হবে। ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী হালচাটি গ্রাম থেকে দুই কিলোমিটার পশ্চিমে ভারত সীমান্ত সংলগ্ন আঠারোঝোড়া এলাকায় মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকেরা। পরে তাঁরা বন বিভাগকে জানালে সেটি উদ্ধার করা হয়। 

বিট কর্মকর্তা জানান, হাতিটির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাতিটির ময়নাতদন্ত শেষে মৃতদেহটি গর্ত করে মাটিচাপা দেওয়া হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায় যাবে। 

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন, হাতিটি সম্ভবত একদিন আগে মারা গেছে। আমরা ধারণা করছি, হাতিটি ফুড পয়জনিংয়ে মারা গেছে। কারণ হাতিটির গায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন বা রক্ত নেই। 

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে খাদ্যের সন্ধানে পাহাড় থেকে বন্য হাতির একটি দল ঝিনাইগাতী নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকার লোকালয়ে নেমে আসে। অনেকের বাড়িঘরে হানা দিয়ে গোলার ধান, চাল, বিভিন্ন গাছের ছাল খেয়ে সাবাড় করছে। স্থানীয় অধিবাসীরা বন্য হাতির কবল থেকে গোলার ধান, আবাদ-ফসল রক্ষায় চেষ্টা করছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত