Ajker Patrika

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ২ নারীকে চাপা দিল পিকআপ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১২: ২০
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ২ নারীকে চাপা দিল পিকআপ

ময়মনসিংহের ত্রিশালে পিকআপ ভ্যানের চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের বৈলর এলাকায় এই ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন। 

নিহতেরা হলেন উপজেলার উজান বইলর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী সুমি আক্তার (২০) ও একই গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম (৩৫)। 

স্থানীয়দের বরাত দিয়ে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, ‘সকালের দিকে সুমি আক্তার ও আম্বিয়া খাতুন বৈলর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় ঢাকাগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।’ 

তিনি আরও বলেন, পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। নিহতের স্বজনেরা বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ার আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত