Ajker Patrika

অসহায়দের মাঝে নির্ভয় ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১৫: ৪৫
অসহায়দের মাঝে নির্ভয় ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ময়মনসিংহ: অসহায় পীড়িতদের মাঝে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভয় ফাউন্ডেশন। নিজেদের নিরাপত্তায় সচেতন থেকে স্বেচ্ছাসেবীরা বাড়ি গিয়ে এসব ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

নির্ভয় ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে সংগঠনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাহমুদ কামাল কৌশিক বলেন, ময়মনসিংহের ত্রিশাল, টাঙ্গাইলের ধনবাড়ি, জামালপুরের মেলান্দহ, নেত্রকোনার সদর ও কুমিল্লার লাকসামে দুঃস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা। প্রাথমিকভাবে ১০০ পরিবারের মাঝে বিতরণের লক্ষ্য থাকলেও সকলের সহযোগিতায় আরও ৫০ এর বেশি পরিবারে ইফতারের সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ইফতার সামগ্রীর মধ্যে ছিল- ১ কেজি মুড়ি, ছোলা, পিঁয়াজ, আলু, ৫০০ গ্রাম খেজুর, চিনি ও আধা লিটার সয়াবিন তেল। পরিমাণ কম হলেও সাধ্যমতো চেষ্টা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, নির্ভয় ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি), ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা জেলায় বর্তমানে সংগঠনটির ৪টি শাখা রয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি শিশু শিক্ষা, অসহায়দের স্বাবলম্বীকরণ, বিনামূল্যে রক্তদান ও গ্রুপ নির্ণয়, উন্মুক্ত পাঠাগার, পরিবেশ বিষয়ে কাজ করছে সংগঠনটি।

এরই মধ্যে দেশের ৩৮টি বিশ্ববিদ্যালয় ও কলেজে সংগঠনটির প্রতিনিধি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত