Ajker Patrika

নেত্রকোনায় বন্যার আশঙ্কায় ধান কাটায় ব্যস্ত কৃষক

প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৩
নেত্রকোনায় বন্যার আশঙ্কায় ধান কাটায় ব্যস্ত কৃষক

নেত্রকোনা:  অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং আগাম বন্যার আশঙ্কায় নেত্রকোনার হাওড়াঞ্চলে পুরোদমে বোরো ধান কাটা শুরু হয়েছে। গরম হাওয়া ও শিলাবৃষ্টির পরও হয়েছে ধানের বাম্পার ফলন। তবে বৈরী আবহাওয়া হতে পারে এমন বার্তা পেয়েই জেলা প্রশাসন ও কৃষি বিভাগের তত্ত্বাবধানে হাওড়াঞ্চল অপেক্ষাকৃত নিচু জমিতে শতাধিক কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কাটা শুরু করে দিয়েছে।

গতকাল সোমবার থেকে শুরু হওয়া ফসল কাটা এবং ফসল ঘরে তুলতে কৃষক-কৃষাণিরা পার করছেন ব্যস্ত সময়।

নেত্রকোণার মদন ও খালিয়াজুরীর হাওড়াঞ্চলের কৃষকদের ধান কাটা ইতোমধ্যে পরিদর্শন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান ও কৃষি বিভাগের কর্মকর্তারা। এসময় জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জানিয়েছেন, ইতোমধ্যে হাওড়াঞ্চল ৭০ শতাংশ ধান কর্তন সম্পন্ন হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক শ্রমিক হাওড়াঞ্চলের ধান কাটছেন। এখন পর্যন্ত পরিস্থিতি অনুকূলে রয়েছে। আর ১০ দিনের মতো সময় পেলে বাকি ধান কাটা সম্পন্ন হয়ে যাবে।

এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদিত হবে।

জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান জানান, মহামারী করোনা সংকটকালে হাওড়াঞ্চলের কৃষকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে ধান কাটেন, তার জন্য হাওর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও শ্রমিক সংকট দূর করতে দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিক আনার উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি, হাওড়াঞ্চলের কৃষকরা নির্বিঘ্নে তাদের পরিশ্রমের ফসল ভালভাবেই ঘরে তুলতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত