Ajker Patrika

ত্রিশালে পকেট গেট নির্মাণের দাবিতে মানববন্ধন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৫: ১৭
ত্রিশালে পকেট গেট নির্মাণের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দেয়াল নির্মাণের কারণে শতাধিক পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে। আজ রবিবার এর প্রতিবাদে পকেট গেট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধন শেষে স্থানীয়রা প্রধানমন্ত্রী, বিশ্ববিদ্যালয় উপাচার্য, স্থানীয় সংসদ সদস্য বরাবর স্মারকলিপি পেশ করেন।

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে তিন শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা তাঁদের দাবির পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা স্থানীয়রা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দান করেছি। অথচ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দেয়াল নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের রাস্তায় বসার উপক্রম হয়েছে। আমরা নিজেদের সর্বস্ব বিক্রি করে বিশ্ববিদ্যালয়ের আশপাশে পরিবার-পরিজন নিয়ে বেঁচে আছি। বিশ্ববিদ্যালয়ের আশপাশে চলাচলের জন্য আলাদা ভালো কোনো রাস্তা নেই। আমাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন পকেট গেট নির্মাণের মাধ্যমে আমাদের চলাচলের পথ সুগম করুক।’ 

স্থানীয় ভুক্তভোগী কামরুল ইসলাম বাচ্চু মাস্টার বলেন, ‘আমরা নিজেদের টাকায় রেজিস্ট্রি করে ১০ একর ভূমি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেছি। এতদিন যাবৎ আমরা বিশ্ববিদ্যালয়ের চলাচলের রাস্তা ব্যবহার করেই আসছি। আমরা বিশ্ববিদ্যালয়ের এই নিরাপত্তা দেয়াল নির্মাণকে সাধুবাদ জানাই। তবে আমাদের দাবি, মাত্র পাঁচ থেকে ছয়টি পকেট গেট নির্মাণের মাধ্যমে আমাদের চলাচলের পথ সুগম করে পরিবার-পরিজন নিয়ে একটু ভালোভাবে বাঁচার সুযোগ করে দেওয়া হোক।’

এ বিষয়ে পৌর ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনি কুসুম জানান, বিশ্ববিদ্যালয়ের আশপাশে বাসাবাড়ি, বিল, ডোবা ও ফসলি জমি থাকায় চলাচলের আলাদা ভালো কোনো রাস্তা নেই। বিশ্ববিদ্যালয় আশপাশের জমি অধিগ্রহণ না করে প্রশাসন সীমানাপ্রাচীর নির্মাণ করেছে। এতে স্থানীয় বাসিন্দারা বেকায়দায় পড়েছেন। প্রশাসন এসব বিষয় খেয়াল করে সীমানাপ্রাচীর নির্মাণ করে চলাচলের পথ সুগম করে দিক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত