ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
নদে গোসলে নেমে ডুবে যাচ্ছিল এক শিশু। এ সময় তাকে বাঁচাতে নদে ঝাঁপ দেয় আরেক কিশোর। এরপর দুজনেই নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে। আজ সোমবার ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের বটতলা বালুর ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে।
বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ একজনকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্যজনকে রাত ৮টার দিকে নদ থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।’
মারা যাওয়া শিশু-কিশোর হলো উচাখিলা ইউনিয়নের উজানচর নওপাড়া এলাকার আবদুল কাদিরের ছেলে ফয়সাল (১৫), অপরজন একই এলাকার শিরু মিয়ার ছেলে পৃথিবী (১২)।
উজানচর নওপাড়া এলাকার বাসিন্দা নুরুল হক জানান, আজ বিকেলে বালুর ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকা দিয়ে যাত্রী পারাপার করছিল ফয়সাল। ওই সময় গোসলে নামে শিশু পৃথিবী। ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে ফয়সাল নদে ঝাঁপ দেয়। এ সময় সেও নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, ‘ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
নদে গোসলে নেমে ডুবে যাচ্ছিল এক শিশু। এ সময় তাকে বাঁচাতে নদে ঝাঁপ দেয় আরেক কিশোর। এরপর দুজনেই নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে। আজ সোমবার ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের বটতলা বালুর ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে।
বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ একজনকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্যজনকে রাত ৮টার দিকে নদ থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।’
মারা যাওয়া শিশু-কিশোর হলো উচাখিলা ইউনিয়নের উজানচর নওপাড়া এলাকার আবদুল কাদিরের ছেলে ফয়সাল (১৫), অপরজন একই এলাকার শিরু মিয়ার ছেলে পৃথিবী (১২)।
উজানচর নওপাড়া এলাকার বাসিন্দা নুরুল হক জানান, আজ বিকেলে বালুর ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকা দিয়ে যাত্রী পারাপার করছিল ফয়সাল। ওই সময় গোসলে নামে শিশু পৃথিবী। ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে ফয়সাল নদে ঝাঁপ দেয়। এ সময় সেও নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, ‘ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিখোঁজ ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
১০ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানজট ও শব্দদূষণ কমানো এবং টেকসই পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
২৩ মিনিট আগেবিয়ের দাবিতে বরগুনার আমতলীতে প্রবাসীর বাড়িতে (প্রেমিক) অনশনে বসা তরুণীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান হাসান ইপ্তির আদালতে মামলাটি দায়ের করা হয়।
২৪ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মো. ফরহাদ হোসেন হলে বৈধভাবে আসন পেয়েও প্রশাসন তা বাতিল করায় কাঁথা-বালিশ নিয়ে হলগেটে অবস্থান করছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা ৬টা থেকে হলটির প্রধান গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ভুক্তভোগীরা। হলে না ওঠানো পর্যন্ত তাঁদের এ কর্মসূচি চলবে বলে জানি
৩২ মিনিট আগে