Ajker Patrika

টিকার দুটো ডোজ নিয়েও করোনা আক্রান্ত স্বাস্থ্য পরিদর্শক

প্রতিনিধি
টিকার দুটো ডোজ নিয়েও করোনা আক্রান্ত স্বাস্থ্য পরিদর্শক

নকলা (শেরপুর): করোনার টিকার দুটো ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত হয়েছেন শেরপুরের নকলা হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক রফিকুল ইসলাম (৫৫)। ইতিপূর্বে তিনি পরপর করোনার প্রথম ও দ্বিতীয়  ডোজের টিকা নিয়েছিলেন। 

গতকাল মঙ্গলবার (২২ জুন) রফিকুল ইসলামের শরীরে করোনার লক্ষণ দেখা দিলে দ্রুত পরীক্ষা করেন। পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা জানান, করোনা ভাইরাসের অনেক নতুন নতুন ভেরিয়েন্ট এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। রফিকুল ইসলাম অক্সফোর্ডের টিকার যে দুটো ডোজ নিয়েছেন সেটি যে সকল ভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকর তিনি হয়তো নতুন অন্য কোন ভেরিয়েন্টে আক্রান্ত হয়ে থাকতে পারেন। তিনি আরও জানান, দেশের অনেক জায়গায় ভারতের ডেলটা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। কিন্তু ডেলটা ভেরিয়েন্টের বেলায় হয়তো আগের টিকা কার্যকর নয়। তবে তিনি যেহেতু আগে টিকা নিয়েছেন সেহেতু তাঁর সমস্যা গুরুতর হওয়ার সম্ভাবনা নেই এবং তিনি খুব তাড়াতাড়ি সেরে উঠবেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত