Ajker Patrika

নালিতাবাড়ীতে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়কে পাথরবোঝাই ডাম্পট্রাকের চাপায় কাজিমদ্দিন ওরফে তারু মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাইটকামারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজিমদ্দিন নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা। আহতরা হলেন—যোগানিয়া গ্রামের আফাজ উদ্দিন (৩২), যোগানিয়া কান্দাপাড়া গ্রামের জহিরন নেছা (৫৫), বাইটকামারী গ্রামের ছাদেক আলী (৩৫), একই গ্রামের আজাহার আলী (৪০) এবং গোবিন্দনগর গ্রামের কাজল রেখা (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নকলা থেকে আট যাত্রী নিয়ে একটি অটোরিকশা নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে বাইটকামারী ব্রিজের কাছাকাছি পৌঁছালে মহাসড়কের মাঝখানে রাখা ধান ও খড় সাইড দিতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ডাম্পট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক কাজিমদ্দিন। আহত হন রিকশার পাঁচ যাত্রী।

তাদের মধ্যে জহিরন নেছা ও আফাজ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাকিদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ডাম্পট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত