ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজের টিকা কেন্দ্রে ছাত্রলীগের বিরুদ্ধে আবারও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। ছাত্রলীগ কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করায় প্রায় দেড় ঘণ্টা টিকা কার্যক্রম বন্ধ রাখা হয়। এর আগে ২ আগস্ট টিকা কেন্দ্রের কলেজ শাখায় ছাত্রলীগের সহসভাপতি একে শাকিল স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের উপর চড়াও হলে টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রী লীগ পরিচয় দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলমগীরসহ দুজন টিকা নিতে যায়। টিকা নিতে ৬ নম্বর বুথে অনেকেই লাইনে দাঁড়িয়ে থাকলেও স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের তাদেরকে তাড়াতাড়ি টিকা দিতে বলেন। কিন্তু স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকেরা তাদেরকে লাইনে দাঁড়াতে বললে স্লোগান দিয়ে উপস্থিত সকলকে বকাঝকা শুরু করেন তারা।
৬ নম্বর বুথের স্বেচ্ছাসেবক নাদিম, আশিক এবং মাহাবুব বলেন, ‘সকাল থেকেই টিকা গ্রহীতাদের ভিড় ছিল কেন্দ্রে। হঠাৎ করে দুজন এসে ছাত্রলীগের নেতা দাবি করে তাদেরকে তাড়াতাড়ি টিকা দিতে বলে। আমরা তাদের লাইনে দাঁড়াতে বললেই তারা গালিগালাজ শুরু করে। আমাদেরকে কেন্দ্র থেকে ঘাড় ধরে বের করারও হুমকি দেয়।’
টিকা কর্মী হাসান এবং বিল্লাল বলেন, ‘বারবার আমরা এমন পরিস্থিতির শিকার হচ্ছি। এর আগেও ছাত্রলীগের নেতা আমাদেরকে বকাঝকা করেছিল। কিন্তু সেটার বিচার না হওয়ায় আজও ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। আজকে হুমকি দিয়েছে কাল হয়তো মারবে। এর একটা বিহিত হওয়া দরকার।’
যুব রেড ক্রিসেন্ট ময়মনসিংহ ইউনিটের যুব প্রধান নাজমুল হক সরকার বলেন, ‘ছাত্রলীগের এমন ঘটনায় আমরা হতাশ। এর আগেও আমাদের সঙ্গে এমন হয়েছে। কিন্তু কোনো বিচার পাইনি। এবার বিচার চেয়ে সিটি মেয়রের বরাবর অভিযোগ দেব। ছাত্রলীগের বিশৃঙ্খলার পর প্রায় দেড় ঘণ্টা টিকা কার্যক্রম বন্ধ ছিল। পরে মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসে বিষয়টি বিচারের আশ্বাস দিলে দুপুর ১টার দিকে টিকা কার্যক্রম শুরু করি।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আব্দুল্লাহ বলেন, ‘ওরা গ্রাম থেকে এসে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। অনেক কিছুই বোঝে না। তাই টিকা কেন্দ্রে গিয়ে ছাত্রলীগের নেতা পরিচয়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে একটু বাগ্বিতণ্ডা করেছিল। পরে আমি গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। তবে এটা বড় কোনো ঘটনা না। যারা সমস্যা করেছিল পরে তাদের আর কোনো খোঁজে পাইনি।’
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ বলেন, ‘ওরা অনেক কিছুই বোঝে না। তাই টিকা আগে পরে দেওয়া নিয়ে একটু সমস্যা হয়েছিল। বিষয়টি শুনে টিকা কেন্দ্রে গিয়ে তাৎক্ষণিক ভাবে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে সকল সমস্যার সমাধান করে টিকা কার্যক্রম শুরু করি।’
ময়মনসিংহ মেডিকেল কলেজের টিকা কেন্দ্রে ছাত্রলীগের বিরুদ্ধে আবারও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। ছাত্রলীগ কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করায় প্রায় দেড় ঘণ্টা টিকা কার্যক্রম বন্ধ রাখা হয়। এর আগে ২ আগস্ট টিকা কেন্দ্রের কলেজ শাখায় ছাত্রলীগের সহসভাপতি একে শাকিল স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের উপর চড়াও হলে টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রী লীগ পরিচয় দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলমগীরসহ দুজন টিকা নিতে যায়। টিকা নিতে ৬ নম্বর বুথে অনেকেই লাইনে দাঁড়িয়ে থাকলেও স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের তাদেরকে তাড়াতাড়ি টিকা দিতে বলেন। কিন্তু স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকেরা তাদেরকে লাইনে দাঁড়াতে বললে স্লোগান দিয়ে উপস্থিত সকলকে বকাঝকা শুরু করেন তারা।
৬ নম্বর বুথের স্বেচ্ছাসেবক নাদিম, আশিক এবং মাহাবুব বলেন, ‘সকাল থেকেই টিকা গ্রহীতাদের ভিড় ছিল কেন্দ্রে। হঠাৎ করে দুজন এসে ছাত্রলীগের নেতা দাবি করে তাদেরকে তাড়াতাড়ি টিকা দিতে বলে। আমরা তাদের লাইনে দাঁড়াতে বললেই তারা গালিগালাজ শুরু করে। আমাদেরকে কেন্দ্র থেকে ঘাড় ধরে বের করারও হুমকি দেয়।’
টিকা কর্মী হাসান এবং বিল্লাল বলেন, ‘বারবার আমরা এমন পরিস্থিতির শিকার হচ্ছি। এর আগেও ছাত্রলীগের নেতা আমাদেরকে বকাঝকা করেছিল। কিন্তু সেটার বিচার না হওয়ায় আজও ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। আজকে হুমকি দিয়েছে কাল হয়তো মারবে। এর একটা বিহিত হওয়া দরকার।’
যুব রেড ক্রিসেন্ট ময়মনসিংহ ইউনিটের যুব প্রধান নাজমুল হক সরকার বলেন, ‘ছাত্রলীগের এমন ঘটনায় আমরা হতাশ। এর আগেও আমাদের সঙ্গে এমন হয়েছে। কিন্তু কোনো বিচার পাইনি। এবার বিচার চেয়ে সিটি মেয়রের বরাবর অভিযোগ দেব। ছাত্রলীগের বিশৃঙ্খলার পর প্রায় দেড় ঘণ্টা টিকা কার্যক্রম বন্ধ ছিল। পরে মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসে বিষয়টি বিচারের আশ্বাস দিলে দুপুর ১টার দিকে টিকা কার্যক্রম শুরু করি।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আব্দুল্লাহ বলেন, ‘ওরা গ্রাম থেকে এসে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। অনেক কিছুই বোঝে না। তাই টিকা কেন্দ্রে গিয়ে ছাত্রলীগের নেতা পরিচয়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে একটু বাগ্বিতণ্ডা করেছিল। পরে আমি গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। তবে এটা বড় কোনো ঘটনা না। যারা সমস্যা করেছিল পরে তাদের আর কোনো খোঁজে পাইনি।’
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ বলেন, ‘ওরা অনেক কিছুই বোঝে না। তাই টিকা আগে পরে দেওয়া নিয়ে একটু সমস্যা হয়েছিল। বিষয়টি শুনে টিকা কেন্দ্রে গিয়ে তাৎক্ষণিক ভাবে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে সকল সমস্যার সমাধান করে টিকা কার্যক্রম শুরু করি।’
নোয়াখালীর সুবর্ণচরে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত মৎস্য খামার। মাছ চাষের পাশাপাশি একই স্থানে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে বেশ ভালো লাভ করছেন খামারিরা। তবে অর্থনৈতিক সুবিধার আড়ালে স্বাস্থ্য ও পরিবেশের জন্য এক অদৃশ্য হুমকি হয়ে উঠেছে সমন্বিত এ খামারপদ্ধতি।
২ ঘণ্টা আগেবিশাল সেতু। তারই দুই পাশে পাড় দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। কেউ নির্মাণ করছে বাড়ি। কেউ কেউ নির্মাণ করছে দোকানপাট। এ ছাড়া মাটি কেটে নিজেদের ইচ্ছামাফিক সীমানা তৈরি করে সেতুর জমি ভোগদখল করছে। স্থাপনা নির্মাণের জন্য কেউ কেউ সেতুর সিসি ব্লকও কেটে ফেলেছে।
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছিলেন জান মোহাম্মদ। এই প্রতিষ্ঠানের খাদ্য পরিদর্শক ও সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন। এই দুজনের নেতৃত্বে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে জান মোহাম্মদকে বদলি করা হয়েছে। তবে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে...
২ ঘণ্টা আগেফুটে আছে জারুল, কৃষ্ণচূড়া, হিজল, সোনালু, বন বেলি। দিনে ক্যাম্পাসজুড়ে এমন ফুল চোখে পড়ছে। আর রাতে আলোর রোশনাই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে আলোর ঝলকানি। প্রতিটি ভবনে করা হয়েছে লাল-নীল রঙের আলোকসজ্জা। এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।
৩ ঘণ্টা আগে