নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে শিশুপার্কের বাথরুমে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় থাকা যুবকের ভিডিও ধারণ করেন পাহারায় থাকা দুই বন্ধু। পরে সেই ভিডিও ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে ব্ল্যাকমেল করে টাকা দাবি করা শুরু করেন ওই দুজন। টাকা না পেয়ে সেই ভিডিও পরিচিত অনেকের কাছে পাঠান তাঁরা।
একপর্যায়ে পুলিশের হাতে পৌঁছায় সেই ভিডিও। পরে তিনজনকেই গ্রেপ্তার করে পুলিশ।
আজ সোমবার ভুক্তভোগী ওই কলেজছাত্রী বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। পরে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—আটপাড়া উপজেলার দেবীদ্বার গ্রামের জহিরুল ইসলামের ছেলে রোদ্র তালুকদার (১৯), মোহনগঞ্জের বড়কাশিয়া গ্রামের মৃত কাঞ্চন তালুকদারের ছেলে সাজিত মিয়া (২০) এবং একই উপজেলার পানুর গ্রামের হাজি রহমানের ছেলে ছাব্বির মিয়া (১৯)। এই তিনজন একে অপরের বন্ধু।
আর ভুক্তভোগী তরুণীর বাড়ি মোহনগঞ্জ শহরেই। তিনি শহরের একটি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ জানুয়ারি মোহনগঞ্জ শিশুপার্কের বাথরুমে ওই তরুণীর সঙ্গে একান্তে মিলিত হয় রোদ্র তালুকদার। বাইরে পাহারার থাকে ছাব্বির ও সাজিত। তবে বাথরুমে আগে থেকেই ক্যামেরা লাগিয়ে কৌশলে তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে ওই দুজন।
পরে সেই ভিডিও রোদ্র ও ওই তরুণীর ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে ব্ল্যাকমেল করে টাকা দাবি করে ছাব্বির ও সাজিত। কাঙ্ক্ষিত টাকা না পেয়ে পরিচিত অনেকের কাছে সেই ভিডিও পাঠাতে থাকে তাঁরা। ঘটনাটি পরিচিত লোকদের কাছে জানাজানি হয়ে যায়। একপর্যায়ে সেই ভিডিও পুলিশের হাতে চলে যায়। পরে পুলিশ গতকাল বিকেলে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
পরে আজ ওই তরুণী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী তরুণীর করা মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নেত্রকোনার মোহনগঞ্জে শিশুপার্কের বাথরুমে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় থাকা যুবকের ভিডিও ধারণ করেন পাহারায় থাকা দুই বন্ধু। পরে সেই ভিডিও ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে ব্ল্যাকমেল করে টাকা দাবি করা শুরু করেন ওই দুজন। টাকা না পেয়ে সেই ভিডিও পরিচিত অনেকের কাছে পাঠান তাঁরা।
একপর্যায়ে পুলিশের হাতে পৌঁছায় সেই ভিডিও। পরে তিনজনকেই গ্রেপ্তার করে পুলিশ।
আজ সোমবার ভুক্তভোগী ওই কলেজছাত্রী বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। পরে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—আটপাড়া উপজেলার দেবীদ্বার গ্রামের জহিরুল ইসলামের ছেলে রোদ্র তালুকদার (১৯), মোহনগঞ্জের বড়কাশিয়া গ্রামের মৃত কাঞ্চন তালুকদারের ছেলে সাজিত মিয়া (২০) এবং একই উপজেলার পানুর গ্রামের হাজি রহমানের ছেলে ছাব্বির মিয়া (১৯)। এই তিনজন একে অপরের বন্ধু।
আর ভুক্তভোগী তরুণীর বাড়ি মোহনগঞ্জ শহরেই। তিনি শহরের একটি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ জানুয়ারি মোহনগঞ্জ শিশুপার্কের বাথরুমে ওই তরুণীর সঙ্গে একান্তে মিলিত হয় রোদ্র তালুকদার। বাইরে পাহারার থাকে ছাব্বির ও সাজিত। তবে বাথরুমে আগে থেকেই ক্যামেরা লাগিয়ে কৌশলে তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে ওই দুজন।
পরে সেই ভিডিও রোদ্র ও ওই তরুণীর ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে ব্ল্যাকমেল করে টাকা দাবি করে ছাব্বির ও সাজিত। কাঙ্ক্ষিত টাকা না পেয়ে পরিচিত অনেকের কাছে সেই ভিডিও পাঠাতে থাকে তাঁরা। ঘটনাটি পরিচিত লোকদের কাছে জানাজানি হয়ে যায়। একপর্যায়ে সেই ভিডিও পুলিশের হাতে চলে যায়। পরে পুলিশ গতকাল বিকেলে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
পরে আজ ওই তরুণী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী তরুণীর করা মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
৪ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
৫ মিনিট আগেনতুন এমপিওভুক্তির জন্য সম্প্রতি ১৫২টি আবেদন পড়েছে। এগুলো প্রথমে পরিচালক মোহা. আছাদুজ্জামানের কাছে দাখিল হয়। এর মধ্যে ত্রুটিপূর্ণ ৪৭টি ফাইল প্রথমেই বাতিল হয়। এরপর পরিচালক আছাদুজ্জামান ১০৫টি ফাইল সহকারী পরিচালক আলমাস উদ্দিনের কাছে পাঠান। আলমাস উদ্দিন এসব ফাইল দেখে ডিডি আলমগীর কবিরের কাছে পাঠিয়েছেন,
৯ মিনিট আগে