কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় এমপি ও ইউএনওর নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এমন অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম।
এদিকে আজ সোমবার দুপুরে অভিযুক্ত চেয়ারম্যান মো. মোজাম্মেল হকের অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পোগলা ইউনিয়নের মূলগাও গ্রামের হাজী নুরুল ইসলাম চাঁন মিয়ার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় চেয়ারম্যান মোজাম্মেল হক। টাকা চাওয়ার একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে গোটা জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত মো. মোজাম্মেল হক উপজেলার পোগলা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত চেয়ারম্যান।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদিরসহ অনেকেই জানান, তাঁরা দুর্নীতিবাজ, ঘুষখোর চেয়ারম্যান চান না। চেয়ারম্যান জন্মনিবন্ধনের জন্য ৮০০ / ৯০০ টাকা নেন বলে অভিযোগ করেন। অতিসত্বর চেয়ারম্যানের অপসারণের জন্য জোর দাবি জানান তাঁরা।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান মো. মোজাম্মেল হক জানান, তাঁর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র চলছে। মূলগাও গ্রামের ফাজু রহমানের ছেলে নূরুল ইসলাম চাঁন মিয়া তার বাড়ি সংলগ্ন সরকারি ৭ একর জমি দখল করে আছেন। সম্প্রতি ওই জায়গা থেকে শূন্য দশমিক ৩২ শতাংশ জায়গায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য বালু ভরাট করা হয়েছে। এমপি, ইউএনও, ডিসির নাম ভাঙিয়ে চাঁদা চাওয়ার বিষয়টি মিথ্যা বলে দাবি করেন তিনি।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী নূরুল ইসলাম চাঁন মিয়া আজকের পত্রিকাকে জানান, তাঁর দখলে থাকা জমি পৈতৃক সূত্রে পাওয়া। সরকারি খাস জমি থেকে থাকলে সরকারি কাজে দিতে কোনো বাধা নেই। কিন্তু চেয়ারম্যান মোজাম্মেল হক এমপি, ইউএনও ও ডিসির ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা চাওয়ার রেকর্ড ও প্রমাণ রয়েছে বলে জানান তিনি।
এদিকে চেয়ারম্যানের এমন আচরণ শিষ্টাচার বহির্ভূত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, ‘এমন কার্যক্রমে স্থানীয় সরকার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মানহানি হচ্ছে। এমন আচরণ ও কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।’
নেত্রকোনার কলমাকান্দায় এমপি ও ইউএনওর নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এমন অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম।
এদিকে আজ সোমবার দুপুরে অভিযুক্ত চেয়ারম্যান মো. মোজাম্মেল হকের অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পোগলা ইউনিয়নের মূলগাও গ্রামের হাজী নুরুল ইসলাম চাঁন মিয়ার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় চেয়ারম্যান মোজাম্মেল হক। টাকা চাওয়ার একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে গোটা জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত মো. মোজাম্মেল হক উপজেলার পোগলা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত চেয়ারম্যান।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদিরসহ অনেকেই জানান, তাঁরা দুর্নীতিবাজ, ঘুষখোর চেয়ারম্যান চান না। চেয়ারম্যান জন্মনিবন্ধনের জন্য ৮০০ / ৯০০ টাকা নেন বলে অভিযোগ করেন। অতিসত্বর চেয়ারম্যানের অপসারণের জন্য জোর দাবি জানান তাঁরা।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান মো. মোজাম্মেল হক জানান, তাঁর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র চলছে। মূলগাও গ্রামের ফাজু রহমানের ছেলে নূরুল ইসলাম চাঁন মিয়া তার বাড়ি সংলগ্ন সরকারি ৭ একর জমি দখল করে আছেন। সম্প্রতি ওই জায়গা থেকে শূন্য দশমিক ৩২ শতাংশ জায়গায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য বালু ভরাট করা হয়েছে। এমপি, ইউএনও, ডিসির নাম ভাঙিয়ে চাঁদা চাওয়ার বিষয়টি মিথ্যা বলে দাবি করেন তিনি।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী নূরুল ইসলাম চাঁন মিয়া আজকের পত্রিকাকে জানান, তাঁর দখলে থাকা জমি পৈতৃক সূত্রে পাওয়া। সরকারি খাস জমি থেকে থাকলে সরকারি কাজে দিতে কোনো বাধা নেই। কিন্তু চেয়ারম্যান মোজাম্মেল হক এমপি, ইউএনও ও ডিসির ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা চাওয়ার রেকর্ড ও প্রমাণ রয়েছে বলে জানান তিনি।
এদিকে চেয়ারম্যানের এমন আচরণ শিষ্টাচার বহির্ভূত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, ‘এমন কার্যক্রমে স্থানীয় সরকার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মানহানি হচ্ছে। এমন আচরণ ও কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে