এম কে দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর)
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার কথা বলে জামালপুরের ইসলামপুরে ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের ছয় হাজার চারা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনসহ সরকারি বিভিন্ন স্থাপনায় এখনো এসব ক্ষতিকর গাছ রয়ে গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকার ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের চারা তৈরি, রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করেছে। পরিবেশ রক্ষার এই উদ্যোগকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে গত মঙ্গলবার (১ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে ৬ হাজার ১০০ চারা ধ্বংস করা হয়। এতে নেতৃত্ব দেন ইউএনও মো. তৌহিদুর রহমান।
চারা ধ্বংসে ক্ষতিগ্রস্ত ছয়টি নার্সারির মালিককে ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের প্রতি চারার জন্য চার টাকা হারে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা এ এল এম রেজুয়ান ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আখন্দ উপস্থিত ছিলেন।
তবে সরকারি স্থাপনায় থাকা বড় ইউক্যালিপটাসগাছ রেখে নার্সারির চারা ধ্বংস করায় প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। অনেকে বলছেন, ইউএনওর বাসভবন ‘যমুনা’র প্রবেশপথেই একটি বড় ইউক্যালিপটাসগাছ রয়েছে, যেটি ঝুঁকিপূর্ণ। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টেলিফোন এক্সচেঞ্জ চত্বরে রয়েছে আরও বড় ইউক্যালিপটাসগাছ।
সরেজমিনে দেখা যায়, ইউএনওর সরকারি বাসভবনের প্রবেশপথে থাকা ইউক্যালিপটাসগাছটির ডালপালা ছাঁটা হলেও মূল গাছটি অক্ষত রয়েছে। ঝড়-বৃষ্টিতে এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে।
ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ এল এম রেজুয়ান বলেন, ‘ইউক্যালিপটাসগাছ প্রচুর পানি শোষণ করে। এ গাছ যেখানে জন্মায়, সেখানে অন্য প্রজাতির গাছের জন্ম নেওয়ার সুযোগ কমে যায়।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের জানান, স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কিছু ক্ষতিকারক গাছ রয়েছে। সেগুলো অপসারণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, ‘সরকারি বাসভবন যমুনার প্রাঙ্গণে একটি ইউক্যালিপটাসগাছ রয়েছে। এটি পুরোনো গাছ। সরকারি নির্দেশনা এলে এসব গাছ অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের চারা তৈরি, রোপণ ও বিক্রয় ১৫ মে থেকে নিষিদ্ধ। এতে বলা হয়, এ গাছ মাটি রুক্ষ করে তোলে এবং জীববৈচিত্র্য নষ্ট করে। এসবের বদলে দেশি ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের পরামর্শ দেওয়া হয়েছে।
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার কথা বলে জামালপুরের ইসলামপুরে ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের ছয় হাজার চারা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনসহ সরকারি বিভিন্ন স্থাপনায় এখনো এসব ক্ষতিকর গাছ রয়ে গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকার ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের চারা তৈরি, রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করেছে। পরিবেশ রক্ষার এই উদ্যোগকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে গত মঙ্গলবার (১ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে ৬ হাজার ১০০ চারা ধ্বংস করা হয়। এতে নেতৃত্ব দেন ইউএনও মো. তৌহিদুর রহমান।
চারা ধ্বংসে ক্ষতিগ্রস্ত ছয়টি নার্সারির মালিককে ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের প্রতি চারার জন্য চার টাকা হারে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা এ এল এম রেজুয়ান ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আখন্দ উপস্থিত ছিলেন।
তবে সরকারি স্থাপনায় থাকা বড় ইউক্যালিপটাসগাছ রেখে নার্সারির চারা ধ্বংস করায় প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। অনেকে বলছেন, ইউএনওর বাসভবন ‘যমুনা’র প্রবেশপথেই একটি বড় ইউক্যালিপটাসগাছ রয়েছে, যেটি ঝুঁকিপূর্ণ। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টেলিফোন এক্সচেঞ্জ চত্বরে রয়েছে আরও বড় ইউক্যালিপটাসগাছ।
সরেজমিনে দেখা যায়, ইউএনওর সরকারি বাসভবনের প্রবেশপথে থাকা ইউক্যালিপটাসগাছটির ডালপালা ছাঁটা হলেও মূল গাছটি অক্ষত রয়েছে। ঝড়-বৃষ্টিতে এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে।
ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ এল এম রেজুয়ান বলেন, ‘ইউক্যালিপটাসগাছ প্রচুর পানি শোষণ করে। এ গাছ যেখানে জন্মায়, সেখানে অন্য প্রজাতির গাছের জন্ম নেওয়ার সুযোগ কমে যায়।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের জানান, স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কিছু ক্ষতিকারক গাছ রয়েছে। সেগুলো অপসারণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, ‘সরকারি বাসভবন যমুনার প্রাঙ্গণে একটি ইউক্যালিপটাসগাছ রয়েছে। এটি পুরোনো গাছ। সরকারি নির্দেশনা এলে এসব গাছ অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচনায় ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের চারা তৈরি, রোপণ ও বিক্রয় ১৫ মে থেকে নিষিদ্ধ। এতে বলা হয়, এ গাছ মাটি রুক্ষ করে তোলে এবং জীববৈচিত্র্য নষ্ট করে। এসবের বদলে দেশি ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের পরামর্শ দেওয়া হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
২২ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগেসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল তেকানীতে সাড়ে তিন কিলোমিটার মাটির বাঁধ নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের মার্চে। স্থানীয়দের দাবির পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের মৌখিক নির্দেশে এ কাজ শুরু হয়।
৭ ঘণ্টা আগে