Ajker Patrika

হত্যা করে লাশ মাটিচাপায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

নেত্রকোনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনায় ঘর থাকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়ার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই রায়ে রাষ্ট্রপক্ষ খুশি।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জেলা সদরের চন্দ্রাবতীখিলা গ্রামের এমদাদ হোসেন (৩৫) ও বিলচুলঙ্গী গ্রামের আবুল হাসেম ওরফে আবুনি (৪৫)। এমদাদকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে মামলার আরেকটি ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আবুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

হত্যার শিকার আব্দুস সোবাহান (৫৪) বিলচুলঙ্গী গ্রামের বাসিন্দা। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ জুলাই রাতে সোবাহানকে মোবাইল ফোনে কল করে ঘর থেকে ডেকে নিয়ে যান আসামিরা। পরে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে গ্রামের পতিত জমি থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় সোবাহানের লাশ উদ্ধার করা হয়। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত