Ajker Patrika

রাজাপুর ফাজিল মাদ্রাসায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৮: ৪৭
রাজাপুর ফাজিল মাদ্রাসায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

নান্দাইল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে রাজাপুর ফাজিল মাদ্রাসায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ জুন) দুপুর আড়াইটায় মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. হাদিউর রহমান এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। শিক্ষার্থীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ উদ্যোগ।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধনের সময় এক সংক্ষিপ্ত আলোচনায় বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. হাদিউর রহমান বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এক সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্ম না হলে এই সুন্দর সোনার বাংলা হতো না। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে। ফলে মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী কোনো শিক্ষার্থী জঙ্গিবাদে জড়াবে না। 

এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ আমিনুল হক বুলবুল, আরবি প্রভাষক মো. শরীফুল ইসলাম, সহকারী মৌলভি আবদুল আহাদ, ফজলুল হক, সহকারী শিক্ষক সাঈদ আহমেদ, অফিস সহকারী মো. ফারুক মিয়া, পরিচ্ছন্নতা কর্মী আবদুল কাদির, নৈশপ্রহরী রোস্তম আলী প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত