জামালপুর প্রতিনিধি
জামালপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনিসুজ্জামান গামার অপসারণ দাবি করেছেন আইনজীবীরা। তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতির অভিযোগ এবং পদের জন্য অযোগ্যতা উল্লেখ করে এই দাবি জানানো হয়।
বুধবার (১৮ জুন) সকাল ১০টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে পিপি গামার দ্রুত অপসারণ দাবি করা হয়। অন্যথায় আগামী রোববার থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তাঁরা।
মানববন্ধনের আয়োজন করেন জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইন কর্মকর্তা এবং জেলা আইনজীবী ফোরামের নেতারা।
জিপি (গভর্নমেন্ট প্লিডার) অ্যাডভোকেট তৌহিদুর ইসলাম বাদশার সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মোবারক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু, অ্যাডভোকেট গোলাম নবী, অ্যাডভোকেট দিদারুল ইসলামসহ অনেকে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু বলেন, ‘পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামার বিরুদ্ধে নির্দিষ্ট দুর্নীতির অভিযোগে পিপি ও এপিপিরা অনাস্থা এনেছেন। সেই অনাস্থা প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা তাঁর অপসারণ দাবি করছি।’
জিপি অ্যাডভোকেট তৌহিদুর ইসলাম বাদশা বলেন, ‘পিপি কার্যালয়ে কোনো আলমারি না থাকায় গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র সংরক্ষণ করা মুশকিল। এ সমস্যা দূরীকরণে সরকারিভাবে ১ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ টাকা উত্তোলনের জন্য একটি কমিটি করা হয়। সেখানে ওই পিপি সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক করা হয়। যদিও পদাধিকারবলে এবং বয়সের জ্যেষ্ঠতা বিবেচনায় আমাকেই সভাপতি করার কথা। তিনি দুই কিস্তিতে ওই টাকা উত্তোলন করে আমাকে ২০ হাজার টাকা দিতে চান আসবাবপত্র কেনার জন্য। আমি সেই টাকা গ্রহণ করিনি। তার এসব ঘটনায় আইনজীবীরা ক্ষুব্ধ। আমরা তার অপসারণ চাই।’
তিনি আরও বলেন, ‘পিপির এ ধরনের কর্মকাণ্ডে আমরা আইনজীবীরা ক্ষুব্ধ। তাঁর অপসারণই এখন আমাদের প্রধান দাবি।’
এ বিষয়ে পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
জামালপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনিসুজ্জামান গামার অপসারণ দাবি করেছেন আইনজীবীরা। তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতির অভিযোগ এবং পদের জন্য অযোগ্যতা উল্লেখ করে এই দাবি জানানো হয়।
বুধবার (১৮ জুন) সকাল ১০টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে পিপি গামার দ্রুত অপসারণ দাবি করা হয়। অন্যথায় আগামী রোববার থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তাঁরা।
মানববন্ধনের আয়োজন করেন জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইন কর্মকর্তা এবং জেলা আইনজীবী ফোরামের নেতারা।
জিপি (গভর্নমেন্ট প্লিডার) অ্যাডভোকেট তৌহিদুর ইসলাম বাদশার সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মোবারক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু, অ্যাডভোকেট গোলাম নবী, অ্যাডভোকেট দিদারুল ইসলামসহ অনেকে।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু বলেন, ‘পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামার বিরুদ্ধে নির্দিষ্ট দুর্নীতির অভিযোগে পিপি ও এপিপিরা অনাস্থা এনেছেন। সেই অনাস্থা প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা তাঁর অপসারণ দাবি করছি।’
জিপি অ্যাডভোকেট তৌহিদুর ইসলাম বাদশা বলেন, ‘পিপি কার্যালয়ে কোনো আলমারি না থাকায় গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র সংরক্ষণ করা মুশকিল। এ সমস্যা দূরীকরণে সরকারিভাবে ১ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ টাকা উত্তোলনের জন্য একটি কমিটি করা হয়। সেখানে ওই পিপি সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক করা হয়। যদিও পদাধিকারবলে এবং বয়সের জ্যেষ্ঠতা বিবেচনায় আমাকেই সভাপতি করার কথা। তিনি দুই কিস্তিতে ওই টাকা উত্তোলন করে আমাকে ২০ হাজার টাকা দিতে চান আসবাবপত্র কেনার জন্য। আমি সেই টাকা গ্রহণ করিনি। তার এসব ঘটনায় আইনজীবীরা ক্ষুব্ধ। আমরা তার অপসারণ চাই।’
তিনি আরও বলেন, ‘পিপির এ ধরনের কর্মকাণ্ডে আমরা আইনজীবীরা ক্ষুব্ধ। তাঁর অপসারণই এখন আমাদের প্রধান দাবি।’
এ বিষয়ে পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৭ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
৩২ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৭ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে