Ajker Patrika

বিএনপির কর্মী সন্দেহে বাঁশের লাঠি ও রডসহ আটক ৪

ময়মনসিংহ প্রতিনিধি
বিএনপির কর্মী সন্দেহে বাঁশের লাঠি ও রডসহ আটক ৪

ময়মনসিংহে বিপুল পরিমাণ বাঁশের লাঠি ও রডসহ বিএনপির নেতা-কর্মী সন্দেহে চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাতে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী এলাকায় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, পাগলা থানা এলাকার মনির হোসেনের ছেলে সোহেল মিয়া (১৯), সুনিল চন্দ্র মজুমদারের ছেলে রনজিত মজুদদার (১৯), সেলিম মিয়ার ছেলে রাকিব মিয়া (২০) ও মৃত তৈয়ব আলীর ছেলে মো. সাফাতুল্লা (৪৫)। 

পাগলা থানার পরিদর্শক সুমন চন্দ্র রায় বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তাঁরা ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে তারা নাশকতার উদ্দেশ্যে ১৪০টি বাঁশের লাঠি ও রড নিয়ে সমাবেশে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ‘সমাবেশে মানুষের উপস্থিতি দেখে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা বিএনপি নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করছে। এটি তাদেরেই সাজানো নাটক। অন্যায়ভাবে নেতা-কর্মীদের ফাঁসানোর জবাব একদিন সরকার পাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত