Ajker Patrika

দুর্গাপুরে নদীতে নিখোঁজের এক দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১২: ৫৫
দুর্গাপুরে নদীতে নিখোঁজের এক দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে সাঁতরে আত্রাইখালী নদী পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর হোসেন আলী (৬০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চণ্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের আত্রাইখালী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার উপপরিদর্শক আবু রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল সোমবার সকালে ওই নদী সাঁতরে পার হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হন হোসেন আলী। তিনি চণ্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সোমবার সকালে বিলের জমিতে রোপণের জন্য ধানের চারা নিয়ে বের হন হোসেন আলী। মাঝে নদী সাঁতারে পার হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে ঘটনাস্থলের এক কিলোমিটার দূরে নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত