Ajker Patrika

নেত্রকোনায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ২৩: ৩০
নেত্রকোনায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. নুরুল ইসলাম (৩৫)। গতকাল সোমবার রাত ৯টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী বেতগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কৃষক নুরুল ইসলাম ওই ইউনিয়নের সন্ন্যাসীপাড়া এলাকার মো. মফিজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী কৃষক এনামুল হক বলেন, ‘এলাকায় তিন-চার দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। সম্প্রতি সন্ধ্যা হলেই প্রতিদিন পাশের পাহাড় থেকে বন্য হাতি নেমে আসে। এর জন্য আমরা গ্রামবাসী সতর্ক থাকি, যাতে করে হাতির পাল আমাদের ধানখেত নষ্ট করতে না পারে। প্রতিদিনের মতো কৃষক নুরুলসহ আমরা পাঁচ-ছয়জন কৃষক খেতের কাছাকাছি অবস্থান নিই। আনুমানিক রাত ৯টার দিকে ধানের জমিতে পাশের পাহাড় থেকে বন্য হাতির পাল নেমে আসে। আমরা মশাল জ্বালিয়ে হাতি তাড়াতে গেলে নুরুলকে হাতি শুঁড় দিয়ে টেনে নিয়ে মাথায় আঘাত করে। এতে নুরুল গুরুতর আহত হন। আমাদের চিৎকার শুনে গ্রামবাসী এসে ধাওয়া করলে ভারতের পাহাড়ের ভেতরে চলে যায় হাতির দল। পরে গুরুতর আহত নুরুলকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, ‘খবর পেয়ে হাসপাতাল থেকে কৃষক নুরুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত