Ajker Patrika

ইসলামপুর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ইসলামপুর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

সম্মেলনের প্রায় ১৯ মাস পর জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। এতে ইসলামপুর আসনের সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুকে সভাপতি এবং মো. নুরুল ইসলাম নবাবকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এবং সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুনের স্বাক্ষরিত দলীয় প্যাডে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ এ কমিটি অনুমোদিত হয় গত ২৪ জুলাই। প্রায় আড়াই মাস পর গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের ফেসবুক আইডি থেকে কমিটি অনুমোদনের কাগজটি পোস্ট করা হয়। 

কমিটি অনুমোদনের আড়াই মাস পর প্রকাশ করার বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব আজকের পত্রিকাকে বলেন, নেতা-কর্মীদের নামে-বেনামে নাশকতার পরিকল্পনার ভিত্তিহীন অভিযোগ তুলে ঢালাওভাবে পুলিশ বাদী হয়ে গায়েবি মামলা করছে। এজন্য আদালতে তাঁদের সময় বেশি দিতে হচ্ছে। তা ছাড়া দলের কমিটি গঠন আনন্দের বিষয়। কিন্তু অনেক নেতা-কর্মী জেলহাজতে থাকায় এত দিন কমিটি প্রকাশ করা হয়নি। মামলা থাকলেও এখন নেতা-কর্মীরা জামিনে মুক্ত থাকায় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো। 

অপরদিকে, ১১১ সদস্যবিশিষ্ট ইসলামপুর পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। এতে মো. রেজাউল করিম ঢালীকে সভাপতি এবং মো. জাকির হোসেনকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। 

দলীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরে প্রশাসনের অনুমতি না পাওয়ায় ২০২২ সালের ৩০ মার্চ উপজেলার গাইবান্ধা ইউনিয়নের সরকারবাড়ীস্থ দলীয় আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগ বিএনপির দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

সম্মেলন শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান মাহমুদ বাবুকে সভাপতি এবং সদস্যসচিব নুরুল ইসলাম নবাবকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দায়িত্ব দেওয়া হয়। 

এর আগে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি। ২০২০ সালের ২১ অক্টোবর নাপিতেরচর সরকারবাড়ীস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত দলের বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির শামীম তালুকদার উপজেলা বিএনপির কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। 

এরপর ২০২১ সালের ২ ফেব্রুয়ারি জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক গাউসুল আজম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মারফতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। এতে সুলতান মাহমুদ বাবুকে আহ্বায়ক এবং নুরুল ইসলাম নবাবকে সদস্যসচিব করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা। 

সম্মেলনের ১৮ মাস ২০ দিন পর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পাওয়া সর্বস্তরের নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন যার যার মতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত