Ajker Patrika

বশেফমুবিপ্রবিতে ফিশারিজ বিভাগের বার্ষিক ফি কমানোর দাবি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২২, ১৯: ৫৩
বশেফমুবিপ্রবিতে ফিশারিজ বিভাগের বার্ষিক ফি কমানোর দাবি

জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক ফি কমানোর দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীরা আলোচনায় এ দাবি জানান। পরে বার্ষিক ফি কমানোর দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, গত রোববার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কয়েক দফা তালাবদ্ধ করে রাখেন। ফিশারিজ বিভাগের আবাসিক শিক্ষার্থীদের জন্য বার্ষিক ফি ২২ হাজার ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ১৭ হাজার টাকা ধরা হয়। বার্ষিক ফি কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণের জন্য তাঁরা এই আন্দোলন করেন।

ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের ফি ৫ হাজার টাকা হলেও তাঁদের ফিশারিজ বিভাগের ফি ২২ হাজার টাকা নির্ধারণ করা হয়। ফি ১০ হাজার টাকা নির্ধারণ করার জন্য তিন দিন ধরে আন্দোলন চলে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘অন্যান্য বিভাগের সেশন ফি ৫ হাজার টাকা হলেও আমাদের ফিশারিজ বিভাগের ফি এত বেশি ধরা হয়েছে। মূলত এই ফি কমানোর জন্যই আন্দোলন করা হয়েছে। আন্দোলনরত অবস্থায় প্রশাসনিক ভবন কয়েকবার তালাবদ্ধ করা হয়েছে।’ 

ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস ছাত্তার বলেন, ‘ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা ফি কমানোর জন্য আন্দোলন করে। অন্যান্য বিভাগের তুলনায় ফিশারিজ বিভাগের খরচ বেশি। ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সময় ভ্রমণে যেতে হয়। তাই ফিশারিজ বিভাগে খরচ বেশি হয়।’ 

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের খরচ একটু বেশি হয়। শিক্ষার্থীরা ফি কমানোর দাবি জানালে তাঁদের দাবি মেনে নেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত