Ajker Patrika

সরিষাবাড়ীতে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ীতে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে সোমবার বিকেলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বাসুরিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সুমাইয়া (৮) ও একই গ্রামের সেলিম মিয়ার মেয়ে রিয়ামনি (৭)। তারা পিংনা মুন্সি মোহাম্মদ আলী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া ও রিয়ামনি সোমবার বিকেলে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে যায়। গোসল করতে নেমে তারা আর ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন তাদের বিভিন্ন স্থানে খোঁজ শুরু করে। সোমবার বিকেলে স্থানীয়রা তাদের মরদেহ নদীর পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ওই দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (উপপরিদর্শক) আব্দুল লতিফ বলেন, ‘যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত