Ajker Patrika

কলমাকান্দায় আগুনে পুড়েছে ২১ দোকান

নেত্রকোনা প্রতিনিধি
কলমাকান্দায় আগুনে পুড়েছে ২১ দোকান

নেত্রকোনার কলমাকান্দায় আগুনে ২১টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার লেঙ্গুরা বাজারে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী লেঙ্গুরা গ্রামের নুরুল হক বলেন, সকাল পৌনে ৮টার দিকে বাজারের মনু মিয়ার মুদির দোকান ও এনামুল হক পাখির কাপড়ের দোকানের মাঝখানে ধোঁয়া বের হতে দেখা যায়। তখন চিৎকার দিলে বাজারের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, রাতে বাজারের দোকানগুলোতে লোকজন থাকে না। সকালে আগুন লেগে ২১টি দোকান পুড়ে যায়। এর মধ্যে বাজারের পাইকারি ব্যবসায়ী মনোয়ার হোসেন মনুর মুদির দোকান, বেলায়েত হোসেন শুভ্র মৃধার মুদির দোকান, এনামুল হক পাখির কাপড়ের দোকান, আজিম উদ্দিনের কাপড়ের দোকান, মো. মাসুদ মিয়ার প্রসাধনী দোকান, দেলোয়ার হোসেনের সুতার দোকান, পরিমল বণিকের স্বর্ণকার দোকানসহ ২১টি দোকান ঘর পুড়ে যায়।

লেঙ্গুরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মিলন মিয়া বলেন, আগুন লেগে মালামালসহ ২১টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তাতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এলে ক্ষতির পরিমাণ অনেক কম হতো।

এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, সকাল ৮টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। ততক্ষণে দুর্গাপর ইউনিটের সদস্যরাও চলে আসে। দ্রুত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কিছু সময়ের মধ্যে ২১টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্তসাপেক্ষে ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত