Ajker Patrika

মসিকে ১২ দিন চলবে মশক নিধন কার্যক্রম

প্রতিনিধি, ময়মনসিংহ
মসিকে ১২ দিন চলবে মশক নিধন কার্যক্রম

এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এর ৩৩টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল সোমবার বিকেল থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ১২ দিন পর্যন্ত চলবে। 

এ কার্যক্রমের আওতায় সিটি করপোরেশনের ১৪০টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। হটস্পট চিহ্নিত এলাকাগুলোতে প্রত্যেকদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লার্ভা, উড়ন্ত ও পরিণত মশা ধ্বংসে কার্যক্রম চলবে। সেই সঙ্গে প্রত্যেকদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এডাল্টিসাইড প্রয়োগ করা হচ্ছে। 

অপরদিকে, যদি কথাও পানি জমে থেকে এডিস মশার লার্ভা জন্মে তাহলে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হচ্ছে। 

এ বিষয়ে মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতার কোন বিকল্প নেই। পরিত্যক্ত পানির পাত্র, টায়ার, নির্মাণাধীন ভবন বা এসির নিচে জমা পানিতে যেন এডিস মশার বংশবৃদ্ধি না ঘটতে পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে। প্রতি তিন দিন পরপর জমা পানি ফেলে দিতে হবে। তাহলেই ডেঙ্গু থেকে নগরবাসীকে রক্ষা করা যাবে। 

এডিস মশা রোধ কর্মসূচি পরিদর্শন করেছেন, সিটি করপোরেশনে সচিব রাজীব সরকার, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচকে দেবনাথ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আসীম সাহা, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত