Ajker Patrika

দুর্গাপুরে সিলেবাস কমানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৮
দুর্গাপুরে সিলেবাস কমানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

২০২২ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস ৭০ ভাগ কমিয়ে ৩০ ভাগ করার দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে এক ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যায়।

আজ রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দুর্গাপুর পৌর শহরের প্রেসক্লাব মোড়ে শিক্ষার্থীরা এ সড়ক অবরোধ করে। অবরোধে এম কে সি এম পাইলট সরকারি উচ্চবিদ্যালয়, সুসং আদর্শ বিদ্যানিকেতনসহ বিভিন্ন স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, করোনাভাইরাসের কারণে তারা তেমন পড়াশোনা করার সুযোগ পায়নি। শিক্ষা মন্ত্রণালয় তাদের সিলেবাস মাত্র ৩০ শতাংশ কমিয়েছে। এত সীমিত সময়ে এই সিলেবাস শেষ করা তাদের পক্ষে অসম্ভব।

এ সময় তারা অতি শিগগিরই সিলেবাস ৭০ শতাংশ কমিয়ে ৩০ শতাংশ করার দাবি জানায়। অন্যথায় পরবর্তী সময়ে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানায়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘সড়ক অবরোধের খবর শুনে উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনকে নিয়ে ঘটনাস্থলে যাই। এরপর শিক্ষার্থীদের দাবিগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব বলে আশ্বাস দিয়ে আসি।’

দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম বলেন, ‘খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এরপর উপজেলা প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত