Ajker Patrika

মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৬: ২২
মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন—ময়মনসিংহ সদরের আব্দুল জলিল (৮০) ও একই উপজেলার আবুল কাশেম (৭০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৪ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৪৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন ৪৮ জনের মধ্যে ৮ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২০৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত