Ajker Patrika

বিস্ফোরক আইনে মামলা: বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রিন্সের জামিন নামঞ্জুর 

ময়মনসিংহ প্রতিনিধি
বিস্ফোরক আইনে মামলা: বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রিন্সের জামিন নামঞ্জুর 

ময়মনসিংহের হালুয়াঘাট থানার একটি বিস্ফোরক মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের জামিন নামঞ্জুর করে আবারও কারাগারে পাঠানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে আইনজীবীরা তাঁর জামিন আবেদন করলে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল আহম্মেদ সোহাগ জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

প্রিন্সের আইনজীবী আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

আবুল কালাম আজাদ জানান, গত ৩০ অক্টোবর হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আহমেদ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়। 

বিএনপি নেতা প্রিন্সের ছেলে সৈয়দ সেহরান ইমরান জানান, গত ৪ নভেম্বর পল্টন থানার একটি হয়রানিমূলক মামলায় ঢাকার বাড্ডা থেকে তাঁর বাবাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে চারটি মামলা চলমান রয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁকে কঠোর নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে প্রিজনভ্যানে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে আদালতে জামিন শুনানি শেষে আবার পুলিশি নিরাপত্তায় তাঁকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। 

আদালতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মো. নূরুল হক, অ্যাডভোকেট এম এ হান্নান খান, অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্নাসহ বিএনপিপন্থী আইনজীবীগণ আসামিপক্ষের মামলার শুনানিতে অংশ নেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত