Ajker Patrika

নান্দাইলে লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন

প্রতিনিধি
নান্দাইলে লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন

নান্দাইল (ময়মনসিংহ): করোনা প্রতিরোধে ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সারা দেশে সর্বাত্মক লকডাউন চলছে। ময়মনসিংহের নান্দাইলেও চলছে লকডাউন। লকডাউন বাস্তবায়নে নান্দাইল উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে মাঠে অবস্থান করছে। উপজেলার বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে সেনাবাহিনীর টহলও চোখে পড়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুরের নেতৃত্বে ব্যাপক কর্মতৎপরতা চালিয়েছে। এ তৎপরতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুল হকও উপস্থিত ছিলেন। ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আকন্দ ও নান্দাইল হাইওয়ে থানার (ওসি) মো. মাসুদ খান।

উপজেলার বিভিন্ন বাজারে সরেজমিনে দেখা যায়, দোকানপাট বন্ধ রয়েছে। লকডাউনের কারণে ফাঁকা রাস্তায় মানুষের সীমিত চলাচল ছিল। উপজেলার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য টহল দিচ্ছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। দোকানপাট খোলা রাখা ও অপ্রয়োজনীয় চলাফেরার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার ৯ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক জানান, সকাল থেকে উপজেলা প্রশাসন লকডাউন বাস্তবায়নে প্রশাসন মাঠে কাজ করছে। স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। বিধিনিষেধ না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে। 

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর সবাইকে নিয়মিত মাস্ক ব্যবহার করার জন্য বলেন। প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে না যাওয়ার জন্যও তিনি বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত