ময়মনসিংহ প্রতিনিধি
সন্ত্রাসী হামলায় নিহত জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মাথায় গুরুতর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যুর পর চিকিৎসক এসব তথ্য জানান।
নাদিম ছিলেন অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং একাত্তর টিভির জামালপুর জেলা প্রতিনিধি। গতকাল বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ সরকারি কলেজ এলাকায় তাঁর মোটরসাইকেল থামিয়ে হামলা চালায় একদল লোক। আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, ‘নাদিমের মাথার আঘাত খুব গুরুতর ছিল। তাই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’
নিহতের স্ত্রী মনিরা বেগম বলেন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’
নিহতের ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাত বলেন, ‘আমার বাবাকে যারা হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাবু চেয়ারম্যানসহ যারা আছেন, আমি তাঁদের বিচার চাই।’
বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন বলেন, ‘সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক নাদিমকে দুর্বৃত্তের কাছে প্রাণ দিতে হলো। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।’
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন বলেন, ‘সাংবাদিককে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাই। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘সিসি ক্যামেরা দেখে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আমরা চিহ্নিত করে আটক করেছি। হামলায় জড়িত অন্যদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।’
জেলা পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদ বলেন, ‘ঘটনার পরপরই সিসি টিভি দেখে আমরা তিনজনকে আটক করেছি। ঘটনার সঙ্গে অন্যদের ধরতে পুলিশের পাঁচটি টিম কাজ করছে। আশা করছি, শিগগিরই তাদের আটক করতে পারব।’
সন্ত্রাসী হামলায় নিহত জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মাথায় গুরুতর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যুর পর চিকিৎসক এসব তথ্য জানান।
নাদিম ছিলেন অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং একাত্তর টিভির জামালপুর জেলা প্রতিনিধি। গতকাল বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ সরকারি কলেজ এলাকায় তাঁর মোটরসাইকেল থামিয়ে হামলা চালায় একদল লোক। আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, ‘নাদিমের মাথার আঘাত খুব গুরুতর ছিল। তাই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’
নিহতের স্ত্রী মনিরা বেগম বলেন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’
নিহতের ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাত বলেন, ‘আমার বাবাকে যারা হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাবু চেয়ারম্যানসহ যারা আছেন, আমি তাঁদের বিচার চাই।’
বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন বলেন, ‘সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক নাদিমকে দুর্বৃত্তের কাছে প্রাণ দিতে হলো। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।’
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন বলেন, ‘সাংবাদিককে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাই। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘সিসি ক্যামেরা দেখে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আমরা চিহ্নিত করে আটক করেছি। হামলায় জড়িত অন্যদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।’
জেলা পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদ বলেন, ‘ঘটনার পরপরই সিসি টিভি দেখে আমরা তিনজনকে আটক করেছি। ঘটনার সঙ্গে অন্যদের ধরতে পুলিশের পাঁচটি টিম কাজ করছে। আশা করছি, শিগগিরই তাদের আটক করতে পারব।’
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে পার্কিং নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ৮ মাস আগে। সে লক্ষ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছিল রেল কর্তৃপক্ষ। কিন্তু ৮ মাস যেতে না যেতেই অবৈধ দখলদারেরা আবার সক্রিয় হয়ে উঠেছেন। ইতিমধ্যে জমিতে ফের স্থাপনা নির্মাণ করছেন দখলদারেরা। ফলে পার্কিং নির্মাণের উদ্যোগ ভেস্তে যেতে
২ মিনিট আগেআকারে খুবই ছোট, নরম দেহ। গায়ে সাদা মোমের মতো স্তর। দেখতে চিনির দানার মতো। তাই কৃষকেরা এই পোকার নাম দিয়েছেন ‘চিনিপোকা’। এরা পানগাছের পাতা, কাণ্ড ও ডগায় দলবেঁধে থাকে। রস চুষে খায়। ফলে পাতায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তামাটে দাগ দেখা দেয়। কোনোভাবেই পানবরজের এ রোগ দমন করতে পারছেন না রাজশাহীর চাষিরা।
৫ মিনিট আগেমিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দলে দলে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তের কোনো না কোনো পথ দিয়ে প্রতিদিনই ৩০-৪০ জন রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটছে। ঢুকে পড়া রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরের বিভিন্ন শেল্টার ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয়ে রয়েছে
৩২ মিনিট আগেবরগুনার তালতলীতে বনের গাছ কেটে জমি দখল করে মাছের ঘের করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। প্রকাশ্যে এসব করা হলেও চুপ রয়েছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, অসাধু বন কর্মকর্তাদের যোগসাজশে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গাছ কেটে মাছের ঘের করা হচ্ছে।
৩৮ মিনিট আগে