বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের নতুন বাজারে আগুনে আট দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ধাতুয়াকান্দা নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা হানিফ বলেন, ‘রাতে দেখি একটি দোকানে আগুন জ্বলছে, সঙ্গে সঙ্গে সবাইকে ডাকাডাকি শুরু করি। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। প্রথমে সাইফুলের মনোহারী দোকানে আগুন ধরে, পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন এত দ্রুত ছড়িয়ে যায় যে কিছু বুঝে ওঠার আগেই মুদিদোকান, ফার্মেসি, কম্পিউটার দোকান, সেলুন ও ধানের গোডাউনসহ মোট সাতটি দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার হারুনুর রশীদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আকরাম হোসেন বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। তাঁদের ক্ষতি কাটিয়ে উঠতে সার্বিক সহযোগিতা করা হবে।
অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তাঁরা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা জানান, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের নতুন বাজারে আগুনে আট দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ধাতুয়াকান্দা নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা হানিফ বলেন, ‘রাতে দেখি একটি দোকানে আগুন জ্বলছে, সঙ্গে সঙ্গে সবাইকে ডাকাডাকি শুরু করি। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। প্রথমে সাইফুলের মনোহারী দোকানে আগুন ধরে, পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন এত দ্রুত ছড়িয়ে যায় যে কিছু বুঝে ওঠার আগেই মুদিদোকান, ফার্মেসি, কম্পিউটার দোকান, সেলুন ও ধানের গোডাউনসহ মোট সাতটি দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার হারুনুর রশীদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আকরাম হোসেন বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। তাঁদের ক্ষতি কাটিয়ে উঠতে সার্বিক সহযোগিতা করা হবে।
অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তাঁরা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা জানান, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।
খুলনায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন তাঁর সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রোববার (২৭ এপ্রিল) জান্নাতী খাতুন মিতু তাঁর সাবেক স্বামী মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে...
৭ মিনিট আগেরাজধানীর উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাজধানীর উত্তরায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হলেও তাদের পরিচয় জানা যায়
১ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণসহ ৪ দফা দাবি ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগেঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা আজ মঙ্গলবার রাতে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। অবরোধের কারণে যানবাহন আটকে পড়ে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে