Ajker Patrika

ধর্মমন্ত্রীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ১ মাসেও উদ্ধার হয়নি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২৪, ১৪: ১৯
ধর্মমন্ত্রীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ১ মাসেও উদ্ধার হয়নি

জামালপুরের ইসলামপুরে প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের স্ত্রীর জানাজায় ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের হারিয়ে যাওয়া মোবাইল ফোন এক মাসেও উদ্ধার হয়নি। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার মোবাইল ফোন উদ্ধার না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল সকাল সাড়ে ৯টায় নিজের নির্বাচনী এলাকা ইসলামপুর উপজেলায় পৌর শহরের শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে ইসলামপুর আসন থেকে টানা ছয়বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী মরহুম রাশেদ মোশারফের সহধর্মিণী হাসনা মোশাররফের জানাজায় অংশ নেন ধর্মমন্ত্রী। এ সময় পাঞ্জাবির পকেটে রাখা তাঁর ব্যবহৃত ১৫ প্রো ম্যাক্স মডেলের আইফোনসহ দুটি মোবাইল ফোন হারিয়ে যায়। 

এ বিষয়ে ওই দিন রাতে ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইসমাইল হোসেন। ঘটনার মাস পেরিয়ে গেলেও ফোনের হদিস মেলাতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি, ফোন উদ্ধারে একাধিক টিম কাজ করছে। 

ওসি সুমন তালুকদার বলেন, ‘মন্ত্রী মহোদয়ের মোবাইল ফোন উদ্ধারে আমাদের একাধিক টিম কাজ করছে। আশা করছি, শিগগিরই ফোন উদ্ধারের ভালো কোনো খবর পাব।’ 

এর আগে ২০২১ সালের ৩০ মে সন্ধ্যায় ঢাকার বিজয় সরণি মোড়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের গাড়ির ভেতর থেকে তাঁর হাতে থাকা মোবাইল ফোনটি ছিনতাই হয়। পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই হওয়ায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় শতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে উদ্ধার করা হয় ফোনটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত